ATK Mohun Bagan: কৃষ্ণাই ত্রাতা! আবার কৃষ্ণাই ত্রাস এটিকে মোহনবাগানের

টেবিলের লড়াই জমে উঠেছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL)। বর্তমানে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) দলের যা হাল, তাতে তাদের দুটো ম‍্যাচ জিততে হবে যদি লিগে কোনও ভদ্রস্থ স্থানে শেষ করতে চায় তারা।

Roy Krishna Juan Ferrando

ইতিমধ্যে লিগ টেবিলের লড়াই জমে উঠেছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL)। বর্তমানে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) দলের যা হাল, তাতে তাদের দুটো ম‍্যাচ জিততে হবে যদি লিগে কোনও ভদ্রস্থ স্থানে শেষ করতে চায় তারা।

আরও পড়ুন: ISL: ছন্নছাড়া ফুটবল খেলে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে হার হজম করল ইস্টবেঙ্গল

এমন সময় কেরালা ব্লাস্টার্স এফসি বনাম বেঙ্গালুরু এফসি দলের ম‍্যাচের ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেলেছে। এই ম‍্যাচে এটিকে মোহনবাগান দলের প্রাক্তন তারকা ফুটবলার রয় কৃষ্ণার (Roy Krishna) করা গোলে জয়লাভ করেছিল বেঙ্গালুরু এফসি । বেঙ্গালুরু এফসি দল কেরালাকে হারানোর ফলে বিরাট সুবিধা হল এটিকে মোহনবাগানের।

roy krishna bengaluru fc

এবার লক্ষ‍্য রাখা যাক আইএসএলের পয়েন্ট টেবিলে। ১৮ ম‍্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে আছে কেরালা ব্লাস্টার্স এফসি। ১৭ ম‍্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে এটিকে মোহনবাগান। এবার এটিকে মোহনবাগান যদি হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম‍্যাচে জিততে পারে তাহলে তাদের পয়েন্ট সংখ্যা কেরালা ব্লাস্টার্স এফসির সাথে সমান হয়ে যেতে পারে। এবং গোলপার্থক‍্যের বিচারে তারা টপকে যাবে দক্ষিণের দলকে।

আরও পড়ুন: ATK Mohun Bagan: ফেরান্দোর পরিবর্তে লোবেরার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান

আর যদি এমনটা হয়, তাহলে ডার্বি ম‍্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এটিকে মোহনবাগানের জন্যে। এযাত্রায় রয় কৃষ্ণা তার প্রাক্তন দলকে সাহায্য করলেও পরবর্তী সময়ে সবুজ-মেরুন শিবিরের অন‍্যতম কাঁটা হতে চলেছেন। কারণ এটিকে মোহনবাগান সমান পয়েন্ট নিয়ে এক ম‍্যাচ বেশি খেলে পয়েন্ট টেবিলের সবুজ-মেরুন শিবিরের একধাপ নীচে আছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: Tripura Election 2023: বাম জোটের মঞ্চে হাজির রাজা প্রদ্যোত! বিজেপিকে করলেন তুলোধনা

এই মুহূর্তে অসাধারণ পারফরম্যান্স বেঙ্গালুরু এফসি। তারা যদি তাদের পরবর্তী দুটো ম‍্যাচ জেতে, এবং অপরদিকে এটিকে মোহনবাগান তিনটি ম‍্যাচের মধ্যে দুটি হারে তখন কিন্তু পয়েন্ট টেবিলে একটা নাটকটীয় পরিবর্তন দেখা যাবে ।