Tripura Election 2023: বাম জোটের মঞ্চে হাজির রাজা প্রদ্যোত! বিজেপিকে করলেন তুলোধনা

রাজা কোনদিকে আছেন? ত্রিপুরা বিধানসভা ভোটে (Tripura Election 2023) লাখ টাকার প্রশ্ন ঘুরছে। রাজা প্রদ্যোত কিশোর দেববর্মণ অন্তত কুড়িটি আসনের অধীশ্বর বলে রাজনৈতিক মহলে চর্চিত।

pradyot bikram manikya

রাজা কোনদিকে আছেন? ত্রিপুরা বিধানসভা ভোটে (Tripura Election 2023) লাখ টাকার প্রশ্ন ঘুরছে। রাজা প্রদ্যোত কিশোর দেববর্মণ অন্তত কুড়িটি আসনের অধীশ্বর বলে রাজনৈতিক মহলে চর্চিত। তিনি এবার সরাসরি বামফ্রন্ট ও কংগ্রেসের সমর্থিত বাম মনস্ক নির্দল প্রার্থী তথা ত্রিপুরার অন্যতম আইনজীবী পুরুষোত্তম বর্মণের প্রচার সভায় হাজির হলেন। রাজ্যের এই একটি আসনে বামফ্রন্ট বা কংগ্রেস কেউ প্রার্থী দেয়নি। সরাসরি লব্ধপ্রতিষ্ঠিত আইনজীবীকে সমর্থন করছে দুই দল।

আরও পড়ুন: Tripura Election 2023: প্রধানমন্ত্রী মোদীর ‘মিথ্যা’ ফাঁস করে বিস্ফোরক মানিক সরকার

রাজা প্রদ্যোত দেববর্মণের দল তিপ্রা মথা সরাসরি শাসকদল বিজেপির বিরোধিতা করছে। রাজা নিজেও তাঁর দলের হয়ে সবকটি জনসভায় বিজেপিকে রাজ্যছাড়া করার ডাক দিচ্ছেন। এমনকি তিনি সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে নিজের প্রার্থী খাড়া করেননি। যদিও অন্যান্য আসনে রাজার দল মথা ভোটে লড়াই করছে। তাঁর তৈরি সমীকরণ নিয়ে বিস্তর কাঁটাছেড়া করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

prodyot bikram manikya

আরও পড়ুন: Tripura Election 2023: আগরতলায় বোমা উদ্ধারে আতঙ্ক, ভোটে নাশকতার ছক

গত বিধানসভা ভোটের পর রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি জোট সরকার। তাদের সহযোগী উপজাতি দল আইপিএফটি পার্বত্য ত্রিপুরার উপজাতি এলাকায় কার্যত শক্তিহীন। সেই জায়গায় প্রবল শক্তিশালী হয়ে উপজাতি স্বশাসিত বোর্ড দখল করেছেন রাজা প্রদ্যোত। সূত্রের খবর, তাঁকে জোটে নিতে মরিয়া চেষ্টা চালায় বিজেপি। কিন্তু গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুতে দুরক্ষের সহমতি হয়নি। বামফ্রন্ট ও কংগ্রেসের দাবি, সংবিধানের মধ্যে থেকে যতদূর যাওয়া সম্ভব ততদূর করা হবে উপজাতি এলাকার ক্ষমতায়ন। সূত্রের খবর, এই বার্তা পাএয়ার পর থেকে রাজা ঝুঁকে আছেন বাম-কংগ্রেস জোটের দিকে।

আরও পড়ুন: Tripura Election 2023: মোদীর অভ্যর্থনায় তৈরি বিজেপি, কর্মসংস্থান ইস্যুতে জেরবার শাসক দল

রাজ্যের ৬০টি আসনের মধ্যে কুড়িটিতে প্রবল শক্তিশালী তিপ্রা মথা কি ভোট পরবর্তী বাম-কংগ্রেস জোটের দিকে মুখ ঘোরাবে? এই প্রশ্নও ঘুরছে। কারণ, বিরোধী জোটের তরফে সরাসরি কিছু না জানানো হলেও এই জোটের মুখ্যমন্ত্রী মুখ সিপিআইএম রাজ্য সম্পাদক উপজাতি জনগোষ্ঠির জীতেন্দ্র চৌধুরী।