700-day movement: রাজ্য সরকারের বিরুদ্ধে কালো কাপড় পরে অবস্থান আন্দোলন চাকরিপ্রার্থীদের

আজ এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলন ৭০০ দিনে (700-day movement) পড়ল৷ তাই এদিন গণ কনভেনশনের মধ্য দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আগামী দিনে বৃহত্তম আন্দোলনের ডাক দিলেন চাকরি প্রার্থীরা৷

SSC_scam_

রাজ্যজুড়ে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি পাহাড় গড়েছে। সেই পাহাড়ের তলায় চাপা পড়ে হাজারো চাকরি প্রার্থীদের স্বপ্ন। সরকারের (government) অবহেলায় দিনের পর দিন অন্ধকারে কাটছে তাঁদের দিন। চাকরির আশায় এখনও প্রদীপ জ্বালিয়ে রাখতে লাগাতার ধর্না জারি রেখেছিলেন চাকরি প্রার্থীরা৷ আজ এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলন ৭০০ দিনে (700-day movement) পড়ল৷ তাই এদিন গণ কনভেনশনের মধ্য দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আগামী দিনে বৃহত্তম আন্দোলনের ডাক দিলেন চাকরি প্রার্থীরা৷

Job seekers wear black clothes against the government in the 700-day movement

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে জেলে থাকা TMC বিধায়ক লন্ডন ঘুরেছিলেন জোড়া পাসপোর্টে

দীর্ঘ দিন ধরে অপেক্ষার পরেও চাকরি না পেয়ে বুকভরা যন্ত্রণা নিয়ে দুর্নীতির কারণে বঞ্চিত চাকরি প্রার্থীরা তাঁদের ধর্নার ৭০০ তম দিনে একটি গণ কনভেনশন এবং ধিক্কার দিবস পালন করলেন। নবম-দ্বাদশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছেন মেধাতালিকা ভুক্ত হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীরা৷ ধর্নারত যোগ্য অথচ চাকরিতে নিয়োগপত্র না পাওয়া শিক্ষক-শিক্ষিকা প্রার্থীদের মধ্যে চরম ক্ষোভ দিনের পর দিন বেড়েই চলেছে। অথচ রাজ্য সরকার বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের ব্যাপারে সদিচ্ছা দেখাচ্ছে না।

Job seekers wear black clothes against the government in the 700-day movement

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক শুভেন্দু, ‘ভাইপো নিয়েছে ২ হাজার কোটি’

এরই প্রতিবাদে এদিন কালো কাপড় পরে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। দেখানোর জন্য বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা প্রার্থীদের ৭০০ দিনের গণ কনভেনশনে উপস্থিত ছিলেন বহু বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সমাজসেবক, সাহিত্যিক,লেখক, অভিনেতা অভিনেত্রী,গণ আন্দোলনের সঙ্গীত শিল্পী, মানবাধিকার কমিশনের সদস্যরাও। এছাড়াও রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন বহু মানুষ ধর্ণারত যোগ্য চাকরি প্রার্থীদের পাশে এসে দাঁড়ান।

আরও পড়ুন: Tet Scam: চার্জশিটে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের পুরো পরিবার ‘নিয়োগ দুর্নীতিতে জড়িত’

Job seekers wear black clothes against the government in the 700-day movement

যুব ছাত্র অধিকার মঞ্চের স্টেট কো-অর্ডিনেটর সুদীপ মন্ডল জানিয়েছেন, যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে এই রাজ্যে যে খেলা চলছে,তা অবিলম্বে বন্ধ করতে হবে। ধর্ণারত যোগ্য চাকরি প্রার্থীগণ দুর্নীতির কারণে চাকরিতে নিয়োগপত্র পায়নি। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেকেই তাদের নিয়োগের আশ্বাস দিলেও এখনো তারা নিয়োগপত্র হাতে পাননি।

Job seekers wear black clothes against the government in the 700-day movement

দীর্ঘ ৭০০ দিন ধরে ধর্ণায় বসে আছেন এই রাজ্যের সাধারণ কৃষক, শ্রমিক, দিনমজুর, খেটেখাওয়া অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবার গুলির যোগ্য অথচ বঞ্চিত চাকরি প্রার্থীগণ।আর কতদিন? কবে নিয়োগ হবে? প্রশ্ন সকলের। বঞ্চিত চাকরি প্রার্থীদের রাজ্য নেতৃত্ব সুদীপ মন্ডল আরও বলেন, বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা প্রার্থীগণ অতি দ্রুত চাকরিতে নিয়োগপত্র না পেলে ,তারা বৃহত্তম আন্দোলনের পথে এবার এগিয়ে যাবেন।

Job seekers wear black clothes against the government in the 700-day movement