Tripura Election 2023: প্রধানমন্ত্রী মোদীর ‘মিথ্যা’ ফাঁস করে বিস্ফোরক মানিক সরকার

Tripura Election 2023: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের (Manik Sarkar) বিস্ফোরক দাবি, দেশের প্রধানমন্ত্রী মোদী ভোট প্রচারে এসে মিথ্যে বলেছেন। এ

manik sarkar

Tripura Election 2023: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের (Manik Sarkar) বিস্ফোরক দাবি, দেশের প্রধানমন্ত্রী মোদী ভোট প্রচারে এসে মিথ্যে বলেছেন। এক্ষেত্রে মানিক সরকার তথ্য দিয়ে দাবি করেন, বাংলাদেশ সরকারও সাক্ষী আছে। কারণ প্রতিবেশি দেশে বিদ্যুৎ সরবরাহ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর দাবি বিজেপি আমলেই নাকি সবকিছু হয়েছে, অথচ মোদীর এই দাবি অসত্য।

আরও পড়ুন: Tripura Election 2023: আগরতলায় বোমা উদ্ধারে আতঙ্ক, ভোটে নাশকতার ছক

ত্রিপুরায় ভোট প্রচারে এসে মোদী বলেন, এ রাজ্যের উন্নয়নে বাম সরকারের কোনও ভূমিকা ছিলনা। যা কিছু হয়েছে বিজেপি আমলে। ভাষণে মোদী বলেন ত্রিপুরায় সড়ক, রেল, বিমনবন্দর উন্নতি বিজেপি আমলেই হয়েছে। এর কারণে ত্রিপুরার আর্থিক উন্নয়নের জোয়ার চলছে। আর সাংবাদিক সম্মেলন থেকে মানিক সরকারের দাবি, মোদীর এই মিথ্যে ভাষণে আমি অবাক। কী করে প্রধানমন্ত্রী এমন বলতে পারলেন। তিনি নিজেই তো ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য পালটানা প্রকল্পের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করেছিলেন মোদী নিজে। সেই সময় ছিল বামফ্রন্ট সরকার। প্রতিবেশি দেশের সরকার ও বাম সরকার এই পরিকল্পনা রূপায়ণে ভূমিকা নেয়। এর জন্য বাংলাদেশ সরকার বারবার জানিয়েছে, ত্রিপুরার জন্য তারা নিজেদের দরজা খুলে দেবে। আমি তখন মুখ্যমন্ত্রী। আর প্রধানমন্ত্রী মোদীকে সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। তিনি এসেছিলেন। দুই দেশের প্রধানমন্ত্রী ও আমার উপস্থিতিতে পালটানা বিদ্যুত কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হয়।

আরও পড়ুন: Tripura Election 2023: ত্রিপুরায় নিয়োগ প্রতিশ্রুতি নিয়ে নীরব মোদী, বললেন আবার জিতিয়ে দিন

মানিক সরকারের আরও দাবি, প্রধানমন্ত্রী যেভাবে ত্রিপুরার সড়ক, রেল ও বিমান পরিষেবা নিয়ে নিজেদের কৃতিত্ব দাবি করেছেন, তা সবই বাম সরকারের নেওয়া পদক্ষেপ। একথা রাজ্যবাসী জানেন। মোদী মিথ্যা বলছেন।

আরও পড়ুন: Tripura Election 2023: ত্রিপুরার ভোট প্রচারে প্রধানমন্ত্রীর দুটি সমাবেশ ঘিরে উত্তেজনা

মানিক সরকারের সরাসরি দাবি, বিজেপির হয়ে প্রচারে এসে মোদী সম্পূর্ণ মিথ্যা ভাষণ দিয়ে গেলেন। তিনি নিজেও জানেন ত্রিপুরায় বিজেপির ভবিষ্যৎ কোন দিকে। নৌকা ডুবছে বিজেপির। বাঁচাতে পারবেন না। কেন তিনি গত নির্বাচনে দাবি করা ঘরে ঘরে চাকরির প্রতিশ্রতি নিয়ে নীরব থাকলেন এবার ? ত্রিপুরায় বিজেপি ডুবন্ত নৌকা তা মোদী জেনে গেছেন।