Chandrayaan 3: ভারতের তৃতীয় চন্দ্র অভিযান, চন্দ্রযান-৩-এর বিক্রম ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠে নেমে ইতিহাস সৃষ্টি করার কয়েক ঘণ্টার মধ্যেই চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন ট্রেন্ডের তালিকায় শীর্ষ স্থানগুলির মধ্যে প্রথম স্থান দখল করে নেন। কিন্তু কেন বা কীভাবে? এর মধ্যে অবদান রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee)।
বুধবার সন্ধ্যাবেলাতেই কলকাতার একটি অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মহাকাশচারী রাকেশ শর্মা কে ‘ভুল’ করে রাকেশ রোশন বলে ফেলেন। এরপরই তাঁর অনুষ্ঠানের এই বক্তব্যের ভিডিও রীতিমত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। শুরু হয়ে নেটিজেনদের হাসি-ঠাট্টা-কটূক্তি। ছড়িতে পড়ে মিম। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিও ভাইরাল এই মুহূর্তে।
ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পশ্চিমবঙ্গের জনগণের পক্ষ থেকে আমি ISRO-কে আমার অগ্রিম অভিনন্দন জানাই। বিজ্ঞানীদের ক্রেডিট দিতে হবে। ক্রেডিট দেশেকেও দিতে হবে। রাকেশ রোশন (sic) যখন চাঁদে অবতরণ করেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁকে জিজ্ঞেস করেছিলেন সেখান থেকে ভারতকে কেমন দেখাচ্ছে।“
এই মুহূর্তে রাকেশ রোশন (Rakesh Roshan) X –এ (আগে টুইটারে) ট্রেন্ড করছেন। সেখানে রাকেশ রোশনই হয়ে পড়েছেন আলোচনার বিষয়। নানারকম মিম ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
চন্দ্রযান-৩, ৬০০ কোটি টাকা মূল্যের একটি মিশন! ১৪ জুলাই লঞ্চ ভেহিকেল মার্ক-III (LVM-3) রকেট ব্যবহার করে লঞ্চ করা হয়েছিল। মিশনের লক্ষ্য ছিল ৪১ দিনের মধ্যে চন্দ্রের দক্ষিণ মেরুতে পৌঁছানো। রাশিয়ার লুনা-২৫ মহাকাশযানের সাম্প্রতিক ব্যর্থতা সত্ত্বেও ভারতের চন্দ্রযান-৩ সফল হয়েছে।