যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র মৃত্যুর ঘটনায় আরো পাঁচজন ছাত্রকে তলব পুলিশের। সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। স্বপ্নদীপের মৃত্যুর পর তদন্ত চলছে। সেই তদন্তের রেশ ধরে আরো পাঁচজন হোস্টেল আবাসিককে তলব পুলিশের।
যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় আরো পাঁচ জন অর্থাৎ তার মধ্যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষের ছাত্রদের তলব করা হয়েছে। আজ বেলা ১২ টার পর তাদের যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই তারা যাদবপুর থানায় পৌঁছে গিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার দিন চিৎকারের শব্দ এসেছিল ওই তিন তলার বারান্দা থেকে। ওই চিৎকারের শব্দ শুনেছিলেন কয়েকজন ছাত্র। তাদের মধ্যে পাঁচজন ছাত্রকে তলব করা হয়েছে।
ঘটনার সময় চিৎকারের শব্দ পেয়ে ঐ ৫ জন ঘটনাস্থলে এসেছিল। এবং তাদের সামনে গোটা ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে এমনই দাবি করা হয়েছে। সেই মুহূর্ত ওই জায়গায় কি হয়েছিল কিভাবে স্বপ্নদীপের মৃত্যু হয়েছে সেই সকল বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। ইতিমধ্যে পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছেন কিনা। এই ওই মুহূর্তে কার কোন রোল ছিল, সেই সকল বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।