Tripura Election 2023: আগরতলায় বোমা উদ্ধারে আতঙ্ক, ভোটে নাশকতার ছক

Tripura Election 2023: ভোট কি শান্তিপূর্ণ হবে? এমনই প্রশ্ন ত্রিপুরার সর্বত্র। যদিও নির্বাচন কমিশনের দাবি শান্তিপূর্ণ ভোট করানো হবে। ১৬ তারিখ ভোট।

Panic in Agartala bomb recovery, election sabotage table

Tripura Election 2023: ভোট কি শান্তিপূর্ণ হবে? এমনই প্রশ্ন ত্রিপুরার সর্বত্র। যদিও নির্বাচন কমিশনের দাবি শান্তিপূর্ণ ভোট করানো হবে। ১৬ তারিখ ভোট। তার আগে আগরতলায় বোমা উদ্ধার হলো। তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম আমির হোসেন। তার কাছে ১০টি দেশি তাজা বোমা মিলেছে।

Panic in Agartala bomb recovery, election sabotage table

বোমা উদ্ধারের পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য। বিরোধী সিপিএমের অভিযোগ, শাসক দল বিজেপি ভোট লুঠ করাতে মরিয়া। আর বিজেপির দাবি, বিরোধীরা চক্রাম্ত করছে। সদর এস ডি পিও অজয় কুমার দাস জানান, বর্ডার গোলচত্বর থেকে ১০টি বোমা সমেত একজনকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে জানার চেষ্টা চলছে এত বোমা সে কী কারণে বহন করছিল।

 আরও পড়ুন:  Tripura Election 2023: ত্রিপুরায় নিয়োগ প্রতিশ্রুতি নিয়ে নীরব মোদী, বললেন আবার জিতিয়ে দিন

আগরতলা থেকে বিপুল পরিমাণ মোবাইল পাচারের আর একটি ঘটনায় সরগরম পরিস্থিতি। অভিযোগ, ভোটারদের ঘুষ দেওয়ার জন্য। উদ্ধার করা মোবাইলের বাজারমূল্য কমপক্ষে কুড়ি লাখ টাকা।