JNU: গবেষণার নয়া দুয়ার খুলতে বাবাসাহেব আম্বেদকর কেন্দ্র

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (JNU) শীঘ্রই একটি ডঃ বাবাসাহেব আম্বেদকর কেন্দ্র এবং চেয়ার তৈরি করতে চলেছে। যেটি “সামাজিক-রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য” (socio-political and economic inequalities) দূর…

Babasaheb Ambedkar Center is about to be established at JNU

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (JNU) শীঘ্রই একটি ডঃ বাবাসাহেব আম্বেদকর কেন্দ্র এবং চেয়ার তৈরি করতে চলেছে। যেটি “সামাজিক-রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য” (socio-political and economic inequalities) দূর করার বিষয়ে গবেষণা চালাবে। JNU এবং সামাজিক বিচার মন্ত্রকের ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারের (DAIC) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যার মধ্যে দিয়ে এই গবেষণার জন্য একাডেমিক চেয়ার বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার সম্মতি দেওয়া হয়েছে।

শুক্রবার জেএনইউ উপাচার্য সন্তিশ্রী ধুলিপুদি পণ্ডিত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের DAIC পরিচালক ডঃ বিকাশ ত্রিবেদীর সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছেন। মূলত কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি সই হয়েছে।

বিশ্ববিদ্যালয় ফেসবুক পোস্টে জানিয়েছে, “জেএনইউতে এখন ডঃ বাবাসাহেব আম্বেদকর সেন্টার এবং চেয়ার থাকবে… কেন্দ্রের মূল ফোকাস হবে আর্থ-সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কমানোর লক্ষ্যে গবেষণা করা।”

উত্তর প্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেল, কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী এ নারায়ণস্বামীর উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।।