Tripura Election 2023: বিজেপিকে ঠেকাতে কৌশলে সিপিএমের প্রশংসা অভিষেকের

চলতি মাসেই রয়েছে ত্রিপুরার বিধানসভা নির্বাচন (Tripura Election 2023)। নির্বাচনের আগে আরও একবার রাজনৈতিক বাকযুদ্ধে উত্তপ্ত উত্তর-পূর্বের এই রাজ্য।

Abhishek Banerjee tripura

চলতি মাসেই রয়েছে ত্রিপুরার বিধানসভা নির্বাচন (Tripura Election 2023)। নির্বাচনের আগে আরও একবার রাজনৈতিক বাকযুদ্ধে উত্তপ্ত উত্তর-পূর্বের এই রাজ্য। তবে নির্বাচনের আগে জায়গা ছাড়তে নারাজ ঘাসফুল শিবির৷ শুক্রবার ত্রিপুরায় গিয়ে বাম শাসনের সঙ্গে ত্রিপুরার বিজেপি সরকারের তুলনা টানলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

তাঁর কথায়, সিপিএমের আমলে এক জঘন্য পরিস্থিতি তৈরি হয়েছিল ত্রিপুরায়। কিন্তু তার থেকেও ক্ষতি গত ৫ বছরে বিজেপির ডবল ইঞ্জিন সরকার করেছে। মানুষ বিজেপির ফাঁদে পা দিয়েছে। সবক্ষেত্রে পিছিয়ে দিয়েছে বিজেপি। অর্থাৎ, সিপিএমের থেকে বিজেপি পিছিয়ে রয়েছে। সেটাই বলতে চাইলেন অভিষেক।

আরও পড়ুন: Tripura Election 2023: মোদীর সফরের আগেই ‘গ্যাস’ দেবে বলেছে বিজেপি, মানিকের দাবি ফের জুমলা

তবে বামেদের পিঠ চাপড়ালেও দাবি করেন সিপি(আই)এম, কংগ্রেস ও তিপ্রা মোথার মতো দলের সামনে কখনই তৃণমূল মাথানত করবে না। অভিষেকের দাবি, বিজেপি একমাত্র তৃণমূলকেই ভয় পায়। রাজ্যের রাজনীতিতে তৃণমূল পা রেখেছে বলেই মুখ্যমন্ত্রী বদলাতে বাধ্য হয়েছে বিজেপি। এরপরই জনতার উদ্দেশ্যে তাঁর আহ্বান, আপনারা যদি সমবেত থাকেন তাহলে সরকারও বদলাবে।

আরও পড়ুন: Tripura Election 2023: ১৫১ চাকরিহীন শিক্ষক-শিক্ষিকার মৃত্যুতে ত্রিপুরার ভোট গরম, বিজেপি নীরব

চলতি মাসে ত্রিপুরায় গিয়ে অন্যান্য দলগুলির তীব্র সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাজেটের পরেই সরকার পড়ে গিয়েছিল। কয়েকজনকে বলা হল রক্ষা করতে। শুক্রবার অভিষেক দাবি করলেন, বিজেপিকে পরাজিত করলেই একমাত্র মূল্যবৃদ্ধি কমবে। তাঁর কথায়, বাংলা এখন এগিয়ে গেছে। বিজেপি শাসনে পিছিয়ে গেছে ত্রিপুরা।

আরও পড়ুন: Tripura Election 2023: বিজেপির ভোট প্রতিশ্রুতিতে বেমালুম গায়েব চাকরির কথা

চলতি মাসেই রয়েছে ত্রিপুরার নির্বাচন। এবারের নির্বাচনে ৬০ টি আসনের মধ্যে ২৮ টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। অন্যদিকে, জোট করে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়ে বাম ও কংগ্রেস। আগের মতোই জোটের ওপর আস্থা রেখে লড়াই করছে বিজেপি। কিন্তু সেই জায়গায় তৃণমূল কতটা জায়গা করতে পারবে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।