Tripura Election 2023: ১৫১ চাকরিহীন শিক্ষক-শিক্ষিকার মৃত্যুতে ত্রিপুরার ভোট গরম, বিজেপি নীরব

নির্বাচন ১৬ ফেব্রুয়ারি। তার আগে দেড়শ’র বেশি শিক্ষক শিক্ষিকার নাম জুড়ল রোজগারবিহীন অসহায় মৃত্যুর মিছিলে। এই ঘটনার জেরে আরও সরগরম ত্রিপুরা বিধানসভা ভোট (Tripura Election 2023)

Tripura 150 teachers death

নির্বাচন ১৬ ফেব্রুয়ারি। তার আগে দেড়শ’র বেশি শিক্ষক শিক্ষিকার নাম জুড়ল রোজগারবিহীন অসহায় মৃত্যুর মিছিলে। এই ঘটনার জেরে আরও সরগরম ত্রিপুরা বিধানসভা ভোট (Tripura Election 2023)। এদিকে মৃত শিক্ষকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে চাকরিচ্যুত ১০৩২৩ মঞ্চ থেকে বিজেপিকে একটিও ভোট নয় দাবি তুলে জনতার আদালতে FIR দায়ের করা হয়েছে। চাকরিহীনদের তরফে বিশেষ আবেদনে বলা হয়, বিধানসভা ভোটে বিজেপি সরকারকে গদিচ্যুত করুন। 

আরও পড়ুন: Tripura Election 2023: বিজেপির ভোট প্রতিশ্রুতিতে বেমালুম গায়েব চাকরির কথা

ত্রিপুরায় গত পাঁচ বছরে দেড়শ জনের বেশি চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা কখনও আত্মঘাতী হয়েছেন, কখনও অনেকে অর্থের অভাবে সঠিক চিকিৎসা না করাতে পেরে মারা গেছেন। এই শিক্ষক শিক্ষিকারা গত বাম জমানায় নিয়োগ পান। তবে তাদের নিয়োগ নিয়ে আইনি জটিলতার একটি মামলায় আদালত সবার চাকরি বাতিল করে।

আরও পড়ুন: Tripura Election 2023: ভোটের দশ দিন আগে শাসক বিজেপির প্রতিশ্রুতি নিয়েই বিতর্ক

চাকরিচ্যুত শিক্ষক শিক্ষকাদের অভিযোগ, তখন বিজেপি বলেছিল তারা সরকারে এলে দরকারে সংবিধান সংশোধন করে নিয়োগ করা হবে। আমরা বিজেপিকে সমর্থন করি। তবে সরকারে আসার পর তারা নিয়োগ নিয়ে গত পাঁচ বছর গড়িমসি করেছে।

আরও পড়ুন: Tripura Election 2023: ত্রিপুরা নির্বাচনী প্রচারে সিপিএমকে কটাক্ষ করে গর্জে উঠলেন যোগী

এদিকে ভোটের ঠিক আগেই অর্থের অভাবে চিকিৎসা না করাতে পেরে শিক্ষক অজয় মারাক বৃহস্পতিবার মারা যান। তার মৃত্যুর জেরে উদয়পুর সরগরম। চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা সরাসরি সরকারের বিরুদ্ধেই ভোট প্রচারে নেমেছেন।