Tripura Election 2023: বিজেপির ভোট প্রতিশ্রুতিতে বেমালুম গায়েব চাকরির কথা

চাকরি কি দেবে না বিজেপি? নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশের পর ত্রিপুরা জুড়ে আলোচনা তীব্র। এতে আরও বিব্রত শাসকদল। যদিও তাদের প্রকাশিত সংকল্প পত্র জুড়ে আছে একগুচ্ছ…

BJP breaks Modi's record in Gujarat assembly election results

চাকরি কি দেবে না বিজেপি? নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশের পর ত্রিপুরা জুড়ে আলোচনা তীব্র। এতে আরও বিব্রত শাসকদল। যদিও তাদের প্রকাশিত সংকল্প পত্র জুড়ে আছে একগুচ্ছ সামাজিক ভাতা দানের কথা। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Election 2023) একেবারে সবার শেষে নিজেদের প্রতিশ্রুতি দিয়েছে (BJP) বিজেপি।

গতবার ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরায় প্রথমবার সরকার গড়ে বিজেপি। অভিযোগ, তবে কর্মসংস্থান ও চাকরির সেই দাবি তারা কাজে করে দেখাতে পারেনি। এবারের ভোটে শাসক বিজেপির সংকল্প, সকল সুবিধাভোগীকে বিনামূল্যে দুটি সিলিন্ডারের ব্যবস্থা করা,  যোগ্য ভূমিহীন নাগরিকদের পাট্টা প্রদান, ভূমিহীন কৃষকদের প্রতিবছর ৩ হাজার টাকা সাহায্য, মৎস্যজীবীদের বছরের ৬০০০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান, জনজাতি পরিবারগুলিকে বছরে ৫ হাজার সহায়তা প্রদান, ২০২৪ সালের মধ্যে প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ। এছাড়াও আরও কিছু সংকল্প নিয়েছে বিজেপি। তবে এতে নেই সরকারি চাকরির কথা।

শাসক বিজেপির এমন চাকরিহীন প্রতিশ্রুতির পর দলীয় কর্মী  ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়াতে শুরু করেছে। একাধিক বিধানসভা এলাকায় শুরু হয়েছে বিজেপি ত্যাগ করার হিড়িক। দলে দলে বিজেপি সমর্থকরা ভিড়তে শুরু করেছেন বামফ্রন্ট ও কংগ্রেসের শিবিরে।

গত বিধানসভা ভোটের আগে মিসড কলে চাকরির প্রতিশ্রুতি পেয়ে বিরাট সংখ্যায় যুব ভোটাররা বিজেপিকে ভোট দেন। ত্রিপুরায় টানা পঁচিশ বছরের বাম জমানার পরিবর্তন হয়। এবার বিরোধী দল সিপিআইএমের নেতৃত্বে বামফ্রন্ট সরাসরি তাদের ইস্তাহারে সরকারি চাকরি দেওয়ার কথা বলেছে। বিরোধী দলের দাবি, ফের ত্রিপুরায় বাম সরকার হলেই সরকারি খালি পদে নিয়োগ শুরু হবে দ্রুত।