বিজেপিতে যোগ দিয়েই কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক গুলাম নবির ভাইপো

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শুরুর আগেই একাধিক কংগ্রেস নেতা দল ছেড়ে ছিলেন। যার মধ্যে বেশিরভাগই গিয়েছেন বিজেপিতে। ইতিমধ্যেই তিন রাজ্যের বিধানসভা নির্বাচন মিটে গিয়েছে। উত্তরপ্রদেশ…

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শুরুর আগেই একাধিক কংগ্রেস নেতা দল ছেড়ে ছিলেন। যার মধ্যে বেশিরভাগই গিয়েছেন বিজেপিতে। ইতিমধ্যেই তিন রাজ্যের বিধানসভা নির্বাচন মিটে গিয়েছে। উত্তরপ্রদেশ ও মণিপুরে ভোটগ্রহণ এখনও চলছে। এরই মধ্যে রবিবার কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের ভাইপো মুবাসির আজাদ।

শুধু বিজেপিতে যোগ দেওয়াই নয়, সোমবার মুবাসির কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেসকে। মুবাসির বলেন, ‘কংগ্রেস যেভাবে আমার জেঠুকে অপমান করেছে তা মেনে নেওয়া যায় না। আমার জেঠুর মত ভদ্রলোক হয় না। সে কারণেই তিনি শত অপমান সহ্য করেও কংগ্রেসে রয়েছেন। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব গুলাম নবিকে অসম্মান করায় সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার গুরুত্ব বোঝেন। সে কারণেই মোদীজী জেঠুকে যথাযোগ্য সম্মান দিয়েছেন। একই সঙ্গে এই তরুণ নেতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একেবারে তৃণমূল স্তরে দেশের উন্নয়নের কাজ চলছে। প্রধানমন্ত্রী কাজে প্রভাবিত হয়েই তিনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

উল্লেখ্য, গুলাম নবি আজাদের ছোট ভাই লিয়াকত আলির ছেলে মুবাসির আজাদ। গুলাম নবি আগেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি দলের সংগঠনকেও ঢেলে সাজানোর পরামর্শও দিয়েছিলেন। কংগ্রেসের বিক্ষুব্ধ জি-২৩ গোষ্ঠীর অন্যতম নেতা নবি। যে কারণে সোনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গেই নবির বেশ কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। 

এর আগে আজাদ পরিবার থেকে গুলাম নবির ছোটভাই গুলাম আলিও বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিছুদিন আগে গুলাম নবি যখন রাজ্যসভা থেকে অবসর নেন সে সময় তাঁকে বিদায় অভিবাদন জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর চোখে জল এসে গিয়েছিল। অন্যদিকে, রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, আগামী দিনে গুলাম নবিও কি বিজেপিতে যোগ দেবেন।