East Bengal: লাল-হলুদের অনুশীলনে ট্রায়াল দিতে এলেন বিদেশি ফুটবলার

শুক্রবার নিয়মমাফিক সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাক্টিস সারল ইস্টবেঙ্গল (East Bengal) দল। এদিন ইস্টবেঙ্গলের অনুশীলনে দেখা গেছে এক নতুন মুখকে।

practice in East Bengal

শুক্রবার নিয়মমাফিক সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাক্টিস সারল ইস্টবেঙ্গল (East Bengal) দল। এদিন ইস্টবেঙ্গলের অনুশীলনে দেখা গেছে এক নতুন মুখকে। সেই ফুটবলারের নাম সিদ্ধার্থ সমিত বাপোত্রা। ইনি একজন গুজরাটি বংশজাত স্প‍্যানিশ ফুটবলার। এমনটা ইশান পান্ডিতার ক্ষেত্রেও দেখা গেছে।

আরও পড়ুন: Tripura Election 2023: বিজেপিকে ঠেকাতে কৌশলে সিপিএমের প্রশংসা অভিষেকের

   

এই সিদ্ধার্থ একজন স্প‍্যানিশ বংশজাত ফুটবলার। তিনি ইস্টবেঙ্গলের মূল দলের হয়ে ট্রায়াল দিতে এসেছিলেন। তিনি ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে ছিলেন। গত সাতদিন এখানে আছেন,এদিন ট্রায়াল দিয়েছেন। প্রথম ১৫ মিনিটের অনুশীলনে তাকে দেখা যায়নি, তাকে দেখা গেছে ক্লোজ ডোর অনুশীলনে। যতটুকু অনুশীলন দেখা গেছে তিনি কিন্তু অত্যন্ত প্রতিভাবান ফুটবলার।

আরও পড়ুন: Women’s T20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ, অস্ট্রেলিয়া প্রতিশোধ নেওয়ার সুযোগ

স্প‍্যানিশ ক্লাব ইউটি ভেনিগামের হয়ে অসাধারণ পারফরম্যান্স দিয়েছে এই ফুটবলার। এই ক্লাবের হয়ে তিনটি ম‍্যাচ খেলেছিলেন, একটি গোল করেছেন।পরবর্তী মরশুমে লাল হলুদের আক্রমণ ভাগ পোক্ত করতে এই ফুটবলারকে নেই কিনা এখন সেটাই দেখার বিষয়।