ভারত বনাম ইংল্যান্ড (IND v ENG) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে। আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তবে তার আগে টিম ইন্ডিয়া-এ’র বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-এ ও ইংল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। এই প্রস্তুতি ম্যাচের জন্য ভারত-এ দল ঘোষণা করা হয়েছে। অভিমন্যু ঈশ্বরন এই দলকে নেতৃত্ব দেবেন। এ ছাড়া সরফরাজ খানের মতো তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার দারুণ সুযোগ পাবেন।
এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ভারত ও ভারত-এ’র মধ্যকার ম্যাচে ঝড়ো সেঞ্চুরি করেছিলেন সরফরাজ খান। তিন দিনের সেই আন্তঃস্কোয়াড অনুশীলন ম্যাচে রোহিত শর্মার দলের বিপক্ষে সেঞ্চুরি করে বেশ শিরোনামে ছিলেন সরফরাজ খান। সেই ম্যাচে সরফরাজ খান মাত্র ৬১ বলে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছিলেন। তবে এখন ইংল্যান্ড সিরিজের আগে নির্বাচকদের নজর কাড়তে দারুণ সুযোগ রয়েছে সরফরাজ খানের। সরফরাজ খান ঘরোয়া ম্যাচে ধারাবাহিকভাবে রান করলেও বেশ কিছুদিন ধরেই পারফরম্যান্স আশানুরূপ হয়নি।
🚨 News 🚨
India ‘A’ squad for 2-day warm-up fixture & first multi-day game against England Lions announced
Details ⬇️https://t.co/GOjfP0TJve
— BCCI (@BCCI) January 6, 2024
প্রথম শ্রেণীর ক্রিকেটে সরফরাজ খানের রেকর্ড অসাধারণ। মুম্বইয়ের এই তরুণ ব্যাটসম্যান ৪১ ম্যাচে করেছেন ৩৬৫৭ রান। একই সময়ে সরফরাজ খান প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে ৭১.৭০ গড়ে রান করেছেন।
ভারত ‘এ’ দল
অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পাতিদার, সরফরাজ খান, প্রদোষ রঞ্জন পাল, কেএস ভরত (উইকেটরক্ষক), মানব সুথার, পুলকিত নারাং, নভদীপ সাইনি, তুষার দেশপান্ডে, বিদওয়াথ কাভেরাপ্পা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), আকাশ দীপ।