ডার্বি ম্যাচে ‘X’ ফ্যাক্টর বিদেশীরা: হেডকোচ মারিও রিভেরা

SPORTS:ইন্ডিয়ান সুপার লীগের (ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ ২৯ জানুয়ারি, শনিবার ফতোর্দার PJN স্টেডিয়ামে। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের (বর্তমানে এসসি ইস্টবেঙ্গল এবং ATK মোহনবাগান…

SPORTS:ইন্ডিয়ান সুপার লীগের (ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ ২৯ জানুয়ারি, শনিবার ফতোর্দার PJN স্টেডিয়ামে। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের (বর্তমানে এসসি ইস্টবেঙ্গল এবং ATK মোহনবাগান আনুষ্ঠানিক নামকরণ) টিমের কাছে এই খেলা শুধু একটা ম্যাচ নয়!’ইজ্জতের লড়াই।’ এই ইজ্জতের লড়াইতে লাল হলুদ জনতার আশা ভরসা নতুন স্প্যানিশ মিডফ্লিডার ফ্রান্সিসকো হোসে সোটাকে নিয়ে।

মরসুমের মাঝপথে ‘ড্যামেজ কন্ট্রোলে’র জন্য উড়িয়ে আনা হয়েছে স্প্যানিশ মিডিও ফ্রান সোটাকে। এফসি গোয়ার বিরুদ্ধে নাওরেম মহেশ সিং’র গোলে(১-২) সেশনের বহু কাঙ্ক্ষিত জয় পেয়েছিল লাল হলুদ জনতা। পরের ম্যাচেই নিজামর্স’দের বিরুদ্ধে জাদুকর মারিও রিভেরার ম্যাজিক ফিকে হয়ে যায় ০-৪ গোলে হেরে গিয়ে,সঙ্গে ফের জুড়ে যায় জার্সিতে সেটে পড়ে ISL’এ লাস্ট বয়ের লেভেল।

মরসুমের প্রথম লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচ ০-৩ গোলে হেরে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ ATK মোহনবাগানের বিরুদ্ধে। ২০৩০-২১ ISL’এ সেশনের দুই লেগের ডার্বি ম্যাচেই রঙও সবুজ মেরুন। তাই লাল হলুদ জনতা ISL সেশনের মাঝপথে স্বল্পমেয়াদের জন্য স্কোয়াডে আসা স্প‍্যানিশ মিডফিল্ডার ফ্রান্সিসকো হোসে সোটা’র পানে ‘চাতক পাখির’ মতো চেয়ে রয়েছে। সমর্থকদের একটাই প্রত্যাশা টানা তিন ডার্বি ম্যাচে হারের লজ্জা,গ্লানি থেকে শাপমুক্তি।

আর এই লজ্জা, গ্লানি সঙ্গে আবেগের ‘নাড়ি টিপে’ এসসি ইস্টবেঙ্গল হেডকোচ মারিও রিভেরা বুঝে গিয়েছেন হাইভোল্টেজ ডার্বি ম্যাচে ‘X’ (এক্স) ফ্যাক্টর হল দলের বিদেশী ফুটবলারেরা। তাই শুক্রবারের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে রিভেরার সোজাসাপ্টা কথা,”আমি বিদেশীদের (ফুটবলারদের)সাথে কথা বলছি এবং তাদের বোঝানোর চেষ্টা করছি কলকাতা ডার্বি মানে দল, সমর্থকদের কাছে আবেগ।” ডার্বি ম্যাচ নিয়ে কীভাবে দলের বিদেশী খেলোয়াড়দের মোটিভেশন নিয়ে রিভেরা বলেন, “আমি তাদের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বির ভিডিও দেখাচ্ছি, পরিবেশের অনুভূতি বোঝানোর জন্য।”

আই লিগ সেশনে ইস্টবেঙ্গলের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের ‘শীত-গ্রীষ্ম -বর্ষা’র ভরসা হোসে রামিরেজ ব্যারেটোও কেরিয়ার শেষে মোহনবাগানের বিধাননগরে স্থিত রিহ্যাবিলিটেশন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এসে সরল স্বীকারোক্তি করেছিলেন ডার্বি ম্যাচে ‘এক্স ফ্যাক্টর’ ইস্যুতে। ব্যারেটোর কথায়,’ডার্বি ম্যাচে বিদেশীরাই ব্যবধান (গোলের) গড়ে তোলে।’ এই বক্তব্যের দু’দিন পরেই ছিল কলকাতা লীগের ডার্বি ম্যাচ।

রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধনে আসা মোহনবাগানের ফুটবলারেরা সেদিন ইস্টবেঙ্গলের ম্যাচ দেখেছিলেন আর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলর স্টেন্থ এবং স্ট্যামিনা, ম্যাচ টেম্পারমেন্ট নিয়ে জল মাপতে শুরু করেছিলেন।

এবার প্রাক্তন ব্রাজিলিয়ন ফুটবলার ব্যারেটোর কথার সুরেই তাল মেলালেন স্প্যানিয়ার্ড জাদুকর এসসি ইস্টবেঙ্গল হেডকোচ মারিও রিভেরা এই ইস্যুতে যে, ডার্বি ম্যাচে বিদেশী খেলোয়াড়েরাই গোলের ব্যবধান গড়ে তুলতে পারে। সব মিলিয়ে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ নিয়ে রিভেরার ‘মগজশাস্ত্রে’ এক্স ফ্যাক্টর বিদেশী ফুটবলারেরা এবং এই ফর্মেশনেই দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচের রঙ লাল হলুদে রাঙায়িত করতে মুখিয়ে রয়েছেন
লাল-হলুদ জনতার প্রাণখোলা ভালবাসার সম্বোধনে ডাকা “The real Magician” হেডকোচ মারিও রিভেরা।