Governors: একাধিক রাজ্যের ‘লাটসাহেব’ বদল করল রাইসিনা হিলস

রবিবাসরীয় ছুটির দিনে দেশের একাধিক রাজ্যের রাজ্যপালদের (governors) নাম ঘোষণা করল রাষ্ট্রপতি ভবন৷ একই সঙ্গে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির ইস্তফা গ্রহণ করল রাইসিলা হিলস৷

Rashtrapati Bhavan

রবিবাসরীয় ছুটির দিনে দেশের একাধিক রাজ্যের রাজ্যপালদের (governors) নাম ঘোষণা করল রাষ্ট্রপতি ভবন৷ একই সঙ্গে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির ইস্তফা গ্রহণ করল রাইসিলা হিলস৷ তাঁর পরিবর্তে রাজভবনের দায়িত্ব সামলাবেন রমেশ বইস। এছাড়াও ১১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপালদের নাম ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: West Bengal Assembly: বিধানসভায় রাজ্যপালের বক্তব্য ইস্যুতে ‘বিস্ফোরক’ শুভেন্দু

এই রাজ্যপাল বদলের তালিকা অনুযায়ী, অরুণাচল প্রদেশের রাজ্যপাল হলেন লেফটেন্যান্ট জেনারেল কৈবল্য ত্রিভিক্রাম পরনায়ক৷ সিকিমের রাজ্যপাল হলেন লক্ষ্ণণ প্রসাদ আচার্য। ঝাড়খণ্ডের রাজ্যপাল হলেন সিপি রাধাকৃষ্ণাণ। শিব প্রতাপ শুক্লাকে নিয়োগ করা হল হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসাবে। গুলাবচন্দ কাতারিয়াকে নিয়োগ করা হল অসমের রাজ্যপাল হিসাবে।

আরও পড়ুন: ভারতে জন্ম নেওয়া প্রত্যেকেই হিন্দু: রাজ্যপাল

বিগত কয়েক মাস ধরে রাজ্য বনাম রাজ্যপাল দ্বন্দ্বে শিরোনামে ছিল দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশ৷ সেই রাজ্যের রাজ্যপাল হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল নাজির। এত দিন ওই পদে ছিলেন বিশ্বভূষণ হরিচন্দন। তাঁকে ছত্তীশগঢ়ের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। একইসঙ্গে ছত্তীশগঢ়ের রাজ্যপাল সুশ্রী অনুসুইয়া উইকিয়েকে মণিপুরের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল।

আরও পড়ুন: মমতার উপস্থিতিতে বাংলাদেশের সরকারি ধ্বনি ‘জয় বাংলা’ বলে বিতর্কে রাজ্যপাল, দিল্লির তলব

দীর্ঘদিন মণিপুরের রাজ্যপাল ছিলেন লা গণেশন, মণিপুরের পাশাপাশি পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল ছিলেন তিনি৷ তাঁকে নাগাল্যান্ডের রাজ্যপাল করা হল। বিহারের রাজ্যপাল পদ থেকে ফাগু চৌহানকে সরিয়ে দেওয়া হল। এখন থেকে মেঘালয়ের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন তিনি। বিহারের রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। এতদিন হিমাচল প্রদেশের রাজ্যপাল পদে ছিলেন তিনি৷

আরও পড়ুন: CV Anand Bose: মমতার উপস্থিতিতে হাতে খড়ি নিতেই দিল্লি ডাকল রাজ্যপালকে

এই বদলি তালিকায় সব থেকে উল্লেখযোগ্য হল মহারাষ্ট্রের রাজ্যপাল পদ। এতদিন ধরে মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন ভগত সিং কোশিয়ারি। তার পরিবর্তে আনা হল বিহারের রাজ্যপাল রমেশ বইসকে। এর পাশাপাশি ব্রিগেডিয়ার বিডি মিশ্র, যিনি অরুণাচল প্রদেশের রাজ্যপাল ছিলেন, তাঁকে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিয়োগ করা হল।