সপ্তাহের প্রথম দিনেই জোর ধাক্কা শেয়ারবাজারে, পড়ল সোনার দরও

সপ্তাহের শুরুতেই বড়সড়় পতন হল শেয়ার বাজারে। এদিন বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক বিএসই সেনসেক্স পড়ল ১৪৯ পয়েন্ট। ধাক্কা খেয়েছে জাতীয় শেয়ারবাজার নিফটিও। নিফটি খুইয়েছে…

সপ্তাহের শুরুতেই বড়সড়় পতন হল শেয়ার বাজারে। এদিন বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক বিএসই সেনসেক্স পড়ল ১৪৯ পয়েন্ট। ধাক্কা খেয়েছে জাতীয় শেয়ারবাজার নিফটিও। নিফটি খুইয়েছে প্রায় ৭০ পয়েন্ট। এদিন ব্যাংকিং ক্ষেত্র বাদে বাকি সব ক্ষেত্রেই শেয়ারের দরে পতন ঘটেছে এই নিয়ে পরপর চার দিন পতন ঘটল শেয়ার বাজারের।

সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই বিভিন্ন সংস্থার শেয়ারের দর পড়তে শুরু করে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই পতনের ধাক্কা কিছুটা সামলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল বাজার। দুপুর ২ টা নাগাদ শুক্রবারের তুলনায় বিএসই সূচক সেনসেক্স ৪৫৮ পয়েন্ট বেড়েছিল। সেনসেক্স বাড়ায় বিনিয়োগকারীরা অনেকেই কিছুটা আশার আলো দেখতে পেয়েছিলেন। কিন্তু তাঁদের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। অল্প কিছুক্ষণ পরেই ফের দ্রুত পড়তে থাকে বিভিন্ন সংস্থার শেয়ারের দাম। আবাসন শিল্প, এফএমসিজি, গাড়ি, ওষুধ, ধাতু-সহ সমস্ত শিল্প সংস্থার শেয়ারের দাম এদিন পড়েছে।

এদিন বাজার বন্ধের সময় বিএসই সেনসেক্স ১৪৯.৩৮ পয়েন্ট পড়ে ৫৭৬৮৩.৫৯ পয়েন্টে থিতু হয়। অন্যদিকে জাতীয় শেয়ার সূচক নিফটি ৬৯.৬৫ পয়েন্ট হারিয়ে ১৭২০৬.৬৫ পয়েন্টে থামে। গত চারদিন ধরে সেনসেক্স ও নিফটির একটানা পতনের ফলে বিনিয়োগকারীরা বেশ কয়েক হাজার কোটি টাকা খুইয়েছেন।

শেয়ার বাজারের পাশাপাশি এদিন সোনার দরেও পতন ঘটেছে। সোমবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম আগের দিনের তুলনায় প্রতি দশ গ্রামে ৯০ টাকা কমেছে। ফলে এদিন ২২ ক্যারেট সোনার দাম হয় ৪৫৯০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ১৩০ টাকা। তবে রুপোর দাম ছিল অপরিবর্তিত। এদিন প্রতি কেজি রুপোর দাম ছিল ৬৪ হাজার টাকা।