Hijab Row: ব্যাংকে ঢুকতে বাধা মহিলাকে

এবার হিজাব বিতর্কের আঁচ পৌঁছে গেল বিহারের বেগুসরাইয়ে। শনিবার বিহারে বেগুসরাইয়ে ইউকো ব্যাংকের মনসুর চক শাখায় এক মহিলা টাকা তুলতে গিয়েছিলেন। ওই মহিলা গিয়েছিলেন হিজাব…

এবার হিজাব বিতর্কের আঁচ পৌঁছে গেল বিহারের বেগুসরাইয়ে। শনিবার বিহারে বেগুসরাইয়ে ইউকো ব্যাংকের মনসুর চক শাখায় এক মহিলা টাকা তুলতে গিয়েছিলেন। ওই মহিলা গিয়েছিলেন হিজাব পরে। তাই তাঁকে ব্যাংকে ঢুকতে বাধা দেয় কয়েকজন কর্মী।

ব্যাংক কর্মীরা ওই মহিলাকে বলেন, হিজাব না খুললে কোনওভাবেই তাঁকে টাকা তুলতে দেওয়া হবে না। সঙ্গে সঙ্গেই ওই মহিলা ব্যাংক কর্মীদের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের যদি কোনও লিখিত বিজ্ঞপ্তি থাকে সেটা তাঁকে দেখানো হোক। কিন্তু ব্যাংক কর্মীরা তাঁকে সে ধরনের কোনও বিজ্ঞপ্তি দেখায়নি। ওই মহিলার বাবা জানিয়েছেন, তিনি এবং তাঁর মেয়ে প্রতিমাসে ওই ব্যাংকে আসেন এবং টাকা তোলেন। কিন্তু এর আগে কখনও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। ওই মহিলা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর রাজ্যের বিরোধী নেতা তেজস্বী যাদব কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের।

ওই মহিলা ব্যাংকে গিয়ে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে সে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট ব্যাংক কর্মীদের কড়া সমালোচনা করেছেন নেটিজেনরা। অনেকেই ওই অভিযুক্ত ব্যাংক কর্মীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে ওই মহিলার বাবা বলেছেন, কর্নাটকে যে ঘটনা ঘটছে বিহারেও আমরা সেই ঘটনার সাক্ষী হলাম। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

অন্যদিকে আরজেডি নেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী নীতীশের কড়া সমালোচনা করেছে বলেছেন, মুখ্যমন্ত্রী নিজের পদ সুরক্ষিত রাখতে আর কী কী করেন সেটাই দেখার। মুখ্যমন্ত্রী বিজেপির কাছে সমস্ত নীতি-আদর্শ, নৈতিক দায়িত্ব ও বিবেক বন্ধক দিয়ে ফেলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী সংবিধান মেনে শপথ নিয়েছেন। তাই তাঁর উচিত সাংবিধানিক সম্মান রক্ষা করা। অভিযুক্ত ব্যাংক কর্মীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া। ঘটনাটি নিয়ে নড়েচড়ে বসেছে ব্যাংক কর্তৃপক্ষ। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।