রাজ্যের কাঁধে ঋণের পাহাড়৷ তার ওপরেই তৈরি হবে স্ট্যাচু। মধ্য প্রদেশ (Madhya Pradesh) সরকারের বয়েকা ঋণের পরিমাণ ২.৫ লক্ষ কোটি টাকা৷ মূর্তি স্থাপন করতে হবে ২ কোটি টাকা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই প্রকাশিত৷
মধ্য প্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আদি শঙ্কর বা শঙ্করাচার্যের ১০৮ ফুট উঁচু একটি মূর্তি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিশ্বমানের একটি মিউজিয়ামের ভাবনাও রয়েছে রাজ্যের৷ গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আচার্য শঙ্কর সংষ্কৃতি একতা ন্যাস-এর ট্রাস্টির সঙ্গে বসেছিলেন আলোচনায়। বৈঠকে স্বামী অভেদানন্দ গিরি মহারেজের পাশাপাশি উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি।
প্রস্তাবিত মূর্তির উচ্চতা হওয়ার কথা ১০৮ ফুট৷ ৫৪ ফুট উচ্চতা বিশিষ্ট একটি মঞ্চের ওপর থাকবে মূর্তি৷ বিশ্ববাসীর কাছে এই মূর্তি পরিচিত হবে ‘স্ট্যাচু অব ওয়াননেস’ নামে৷ মান্ধাতা পাহাড়ে প্রায় সাড়ে ৭ হেক্টর জমিতে পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ভেবেছে মধ্যপ্রদেশ সরকার। নর্মদার ওপারে প্রায় ৫ হেক্টর জমিতে ‘গুরুকুলাম’ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও আরও ১০ একর জমিতে বেদান্ত আশ্রম নির্মাণের কথা বলেছে শিবরাজ-সরকার৷
মুখ্যমন্ত্রী চৌহান বলেছেন, ‘প্রত্যেক মানুষকে এক সঙ্গে নিয়ে আসাই এই প্রোজেক্টের মূল উদ্দেশ্য। আমরা একতার বার্তা দিতে চাই৷ ট্রাস্টের পক্ষ থেকে যে সকল পরামর্শ দেওয়া হয়েছে আমরা সেই মতো কাজ করবো। দ্রুত সমগ্র পরিকল্পনা চূড়ান্ত করার ব্যাপারে চেষ্টা চালানো হচ্ছে।’
যদিও তীব্র আপত্তি জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। তাদের সোজা প্রশ্ন, ‘টাকা কই?’ রাজ্য সরকার এমনিতেই দেনার দায়ে ডুবে। তার ওপর এতো খরচ করে মূর্তি নির্মাণের পরিকল্পনায় প্রশ্ন তুলেছে হাত শিবির।