BJP Shivsena: মমতার ভাবনায় জল ঢালল শিবসেনা

এবার মহারাষ্ট্রের শাসকদল শিবসেনার কাছে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী কংগ্রেসকে বাদ দিয়েই দেশে একটি অবিজেপি জোট গঠন করার চেষ্টা চালাচ্ছেন। নিয়ম করে…

এবার মহারাষ্ট্রের শাসকদল শিবসেনার কাছে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী কংগ্রেসকে বাদ দিয়েই দেশে একটি অবিজেপি জোট গঠন করার চেষ্টা চালাচ্ছেন। নিয়ম করে আক্রমণ করছেন কংগ্রেসকে। কিন্তু সোমবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত স্পষ্ট জানালেন, কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী কোনও জোট গঠন করা সম্ভব নয়।

রবিবার মুম্বইয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও এনসিপি’র প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর শিবসেনা সাংসদের এই মন্তব্য রাজনীতির আঙিনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সোমবার রাউত বলেন, তাঁরা প্রথম থেকেই বলে আসছেন কংগ্রেসকে বাদ দিয়ে কখনওই বিজেপি বিরোধী জোট গঠন করা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় একটি অবিজেপি জোট গঠন করার কথা বলেছেন। তবে তিনি চান না, এই জোটে কংগ্রেস থাকুক। কিন্তু এটা বাস্তব যে, কংগ্রেসকে বাদ দিয়ে কখনও কোনও বিজেপি বিরোধী জোট গড়ে উঠতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটি বিজেপি বিরোধী রাজনৈতিক জোট গঠন করার কথা বলেছিল তখনই আমরা জানিয়েছিলাম এই জোটে কংগ্রেসকে রাখতেই হবে।

একইসঙ্গে রাউত এদিন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির নেতা তথা মুখ্যমন্ত্রী কেসিআরের প্রশংসাও করেছেন। রাউত বলেছেন, রাওয়ের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। তিনি সকলকে নিয়ে পথ চলতে জানেন। তাই বিজেপি বিরোধী জোট গঠনের ক্ষেত্রে কেসিআর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। রাও ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে প্রতিটি দলকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজেপিকে আক্রমণ করে রাও বলেছেন, এদের দেশ থেকে তুলে ফেলে না দিলে দেশ অন্ধকারে ডুবে যাবে। বিজেপিকে ক্ষমতায় থেকে হঠাতে তিনি সমস্ত রাজনৈতিক শক্তিকে এক ছাতার তলায় আসার আহ্বান জানিয়েছেন। যার মধ্যে কংগ্রেসও রয়েছে। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে বাদ দিয়েই জোট গঠন করার কথা বলেছেন। রাজনৈতিক মহল অবশ্য মনে করছে, তৃণমূল নেত্রীর ভাবনাতেই গলদ রয়েছে। আসলে নেত্রী নিজে প্রধানমন্ত্রী কুর্সির দখল নিতে চাইছেন। সে কারণেই তিনি কংগ্রেসকে এই অবিজেপি জোটে ঢুকতে দিতে চাইছেন না। তবে কংগ্রেসকে বাদ দিয়ে তৃণমূল বিরোধী জোট গঠনের যে চেষ্টা চালাচ্ছেন সেটা নিশ্চিতভাবেই আগামী দিনে ব্যর্থতায় পর্যবসিত হবে।