মমতার উপস্থিতিতে বাংলাদেশের সরকারি ধ্বনি ‘জয় বাংলা’ বলে বিতর্কে রাজ্যপাল, দিল্লির তলব

295
CV Anand Bose
Advertisements

মু়খ্যমন্ত্রী মমতার (Mamata Banerjee)  উপস্থিতিতিতে ‘জয় বাংলা’ বলে বিতর্কে রাজ্যপাল (CV Anand Bose) আনন্দ বোস। বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারীর অভিযোগ, বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের (Awami League) রাজনৈতিক স্লোগান কেন দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল? তৃণমূল কংগ্রেস বাংলাদেশের এই সরকারি স্লোগান ব্যবহার করে। বিরোধী দলনেতার অভিযোগ ঘিরে রাজ্যপালের হাতে খড়ি অনুষ্ঠান আরও বিতর্কিত হয়ে গেছে। এদিকে জরুরি তলব পেয়ে দিল্লি গিয়েছেন রাজ্যপাল।

রাজভবন সূত্রে খবর, রাজ্যপালকে তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। তিনি দিল্লি গেছেন। তৃণমূল কংগ্রেসের দাবি, রাজ্যপালের দিল্লি যাত্রা ছিল পূর্ব নির্ধারিত। তবে তাঁর বাংলা শেখার আগ্রহ ও হাতে খড়ি অনুষ্ঠান নিয়ে অযথা বিতর্ক করা হচ্ছে বলে জানিয়েছেন তৃ়ণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ।

Advertisements

রাজভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যপাল বাংলা অক্ষর লিখেছেন। এটি হাতে খড়ি অনুষ্ঠান বলে প্রচার করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বর্ণ পরিচয় রাজ্যপালকে উপহার দেন। রাজ্যপাল তাঁর ভাষণে বলেন ‘জয় বাংলা’। কেন তিনি এমন বললেন তা নিয়ে পরে বিতর্ক উস্কে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলাদেশ সরকার ‘জয় বাংলা’ ধ্বনি সরকারিভাবে ব্যবহার করে। সেই স্লোগান কেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ব্যবহার করবেন। রাজ্যপালের হাতে খড়ি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যাননি বিরোধী দলনেতা।

Advertisements

এই অনুষ্ঠানকে তীব্র কটাক্ষ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন এভাবে যে কেউ একাধিক ভাষা শেখার জন্য হাতে খড়ি করতে পারেন না। শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে সেলিম বলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা গলায় দড়ি দিয়েছে।

Advertisements