East Bengal : জল্পনার অবসান ঘটিয়ে ইস্টবেঙ্গলেই তারকা ফুটবলার

জল্পনা অনেক আগেই শুরু হয়েছিল। সেটাই বাস্তবায়িত হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ঘরোয়া ফুটবল এবং আই লিগে সাড়া ফেলে দেওয়া এক ফুটবলার সম্ভবত ইস্টবেঙ্গলের…

East Bengal is going to surprise with Indian winger Alocious M in the team

জল্পনা অনেক আগেই শুরু হয়েছিল। সেটাই বাস্তবায়িত হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ঘরোয়া ফুটবল এবং আই লিগে সাড়া ফেলে দেওয়া এক ফুটবলার সম্ভবত ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সি পরার জন্য প্রস্তুত।

আরও পড়ুন: Antonio Perosevic : ইস্টবেঙ্গলে ফিরতে পারেন ক্রোয়েশিয়ার জাতীয় দলের এই ফুটবলার

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এপ্রিল মাসের শেষ থেকে অ্যালোসিয়াস এম-কে নিয়ে জল্পনা জারি ছিল। দিন কয়েক খুব আলোচনা চলেছিল তাঁকে কেন্দ্র করে। মনে করা হয়েছিল নতুন মরসুম শুরু হওয়ার আগে দল বদলের বাজারে তাঁকে নিয়ে দর ক্রমে বাড়বে। কিন্তু তেমনটা হয়নি। আলোচনার দিনগুলোর পর চাপা পড়ে গিয়ছিলে তাঁর নাম।

আরও পড়ুন: East Bengal: ভিপি সূহেরের পর আরও এক দুর্ধর্ষ ফরোয়ার্ডকে নিতে চলেছে ইস্টবেঙ্গল

ইমামি গোষ্ঠীর সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের সমস্ত জট কেটে নতুন পথ চলা শুরু হয়েছে। দল বদলের বাজারে ঝড়ের গতিতে কাজ করছে ইমামি-ইস্টবেঙ্গল। ফুটবল মহলের একাংশের দাবি, আগামী মরসুমে লাল-হলুদ জার্সি পড়ে মাঠে নামবেন অ্যালোসিয়াস এম। অ্যালোসিয়াস এম মূলত মাঝমাঠের ফুটবলার। উইং বরাবর দৌড়ে আক্রমণ শানাতে দক্ষ। ইতিমধ্যে বেশ কিছু গোল রয়েছে তাঁর নামের পাশে।

আরও পড়ুন: SSC scam: পার্থর মেয়ে জামাইকে তলব ইডি-র

পরিসংখ্যান অনুযায়ী, বছর চব্বিশের এই উদীয়মান প্রতিভা করেছেন তিনটি গোল। রেখেছেন গোলের পিছনে সরাসরি অবদান। আই লিগের হেভিওয়েট দল চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে করেছিলেন জোড়া গোল। ফুটবল মহলে গুঞ্জন, অ্যালোসিয়াসকে সই করানোর জন্য মুখিয়ে ছিল ইন্ডিয়ান সুপার লিগের পাঁচটি দল। তরুণ এই ফুটবলারের ক্লাব কেরিয়ার দীর্ঘ নয়। আগে খেলেছেন কেরালা ইউনাইটেডের হয়। পরে কিছু সময় ছিলেন ক্যালকাটা কাস্টমসে। সেখানেও গোল পেয়েছিলেন। এখন রাজস্থানের দলে। ক্রমে উঠছেন নিজের ফর্মের শিখরে ।