Antonio Perosevic : ইস্টবেঙ্গলে ফিরতে পারেন ক্রোয়েশিয়ার জাতীয় দলের এই ফুটবলার

গত মরশুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দারুণ ইতিবাচক ফুটবল খেলেছিলেন ক্রোয়েশিয়ার Antonio Perosevic। লাল হলুদ ব্রিগেডের হয়ে ১৪ টি ম‍্যাচ খেলেছিলেন ইনি। করেছিলেন ৪ টি গোল।…

Croatian ,national team, footballer, Antonio Perosevic ,East Bengal

গত মরশুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দারুণ ইতিবাচক ফুটবল খেলেছিলেন ক্রোয়েশিয়ার Antonio Perosevic। লাল হলুদ ব্রিগেডের হয়ে ১৪ টি ম‍্যাচ খেলেছিলেন ইনি। করেছিলেন ৪ টি গোল। ক্রোয়েশিয়ার জাতীয় দলের হয়ে খেলা এই ফুটবলার’কে কি আগামী মরশুমে ফের আরেকবার লাল হলুদ জার্সিতে দেখা যাবে,সমর্থক’দের মনে সেই প্রশ্ন উঁকি দিচ্ছিলো সম্প্রতি।

এমন সময় শোনা যাচ্ছে আগামী মরশুমে তিনি কোথায় খেলবেন, সেই বিষয়ে এখনও কোনও স্থায়ী সিদ্ধান্তে আসতে পারেননি এই ক্রোয়েশিয়ার ফুটবলার।তাই ইস্টবেঙ্গলের তরফে প্রস্তাব গেলে তার লাল হলুদে আগমনের সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

প্রসঙ্গত,চলতি সপ্তাহের মাঝামাঝি কলকাতায় হাজির হতে চলেছেন ইস্টবেঙ্গলের চিফ কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন । দল গঠনের ক্ষেত্রে তার তৎপরতা বিশেষ নজরে পরে এক্ষেত্রে। সঙ্গে করে আবার নিয়ে চার সহকারী কোচ’কে।

এদিকে, অস্ট্রেলিয়ার ওয়েস্ট অ্যাডিলেড এফসি’র ওয়েন মানশিপ’কে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশানিং কোচ হিসেবে নিয়োগ করেছে লাল হলুদ ব্রিগেড, অস্ট্রেলিয়ার ক্রীড়া মহলে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশানিং কোচ হিসেবে ওয়েন মানশিপ, একজন অত্যন্ত পরিচিত মুখ।সেদেশের বিভিন্ন ধরনের সাথে যুক্ত ক্রীড়া ক্লাব গুলোতে তাকে এই ভূমিকায় দেখা গেছে।তালিকায় আছে সাউথ অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থা ,অস্ট্রেলিয়ার বাস্কেটবল টিম “বেন্ডিগো স্পিরিট ,অ্যাডিলেড থার্টিসিক্সার্সের মতো নাম।