East Bengal: ভিপি সূহেরের পর আরও এক দুর্ধর্ষ ফরোয়ার্ডকে নিতে চলেছে ইস্টবেঙ্গল

অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। কলকাতায় এসে গিয়েছেন দুই কোচ। এবার প্রয়োজন আরও কয়েকজন ভালো মানের ফুটবলার। বিনিয়োগকারী, কোচ চূড়ান্ত হওয়ার আগে ইস্টবেঙ্গল…

Emami East Bengal may sign more attacking options

অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। কলকাতায় এসে গিয়েছেন দুই কোচ। এবার প্রয়োজন আরও কয়েকজন ভালো মানের ফুটবলার। বিনিয়োগকারী, কোচ চূড়ান্ত হওয়ার আগে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা দল গড়ার কাজে নেমে পড়েছিলেন। সই সম্পন্ন হওয়ার আগেই বেশ কয়েকজন ফুটবলারের সম্মতি আদায় করতে সক্ষম হয়েছিলেন তাঁরা। যাদের বেশিরভাগই স্থানীয় ফুটবলার।

আরও পড়ুন: East Bengal : কলকাতায় এসেই ছেলেদের নিয়ে ইস্টবেঙ্গল মাঠে স্টিফেন

ইমামি গোষ্ঠীর সঙ্গে সই সম্পন্ন হওয়ার পর তারকা ফুটবলারদের পাকাপাকি সই সংবাদ দেওয়া হয়েছিল ইমামি – ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। সেদিন মোট ১৩ জন খেলোয়াড়ের নাম জানানো হয়েছিল। দল বা স্কোয়াড মোটামুটি তৈরি। তবে কাজ এখনও বাকি।

আরও পড়ুন: vp suhair: প্রায় ৭৫ লক্ষ টাকা ট্রান্সফার ফি দিয়ে গোলমেশিন আনছে ইস্টবেঙ্গল

কর্তারা যে দল এখনও পর্যন্ত সাজিয়েছেন সেখানে মাঝমাঠের ও রক্ষণভাগের প্রচুর ফুটবলার রয়েছে। তারকা ফুটবলাররাও মাঝমাঠ এবং রক্ষণের। গোল করার লোক সেভাবে নেই। এই বিভাগেই এবার খেলোয়াড় নিতে চাইছে দল। আগামী দিকে ফরোয়ার্ড লাইনে দেখা যেতে পারে কোনো তারকাকে।