East Bengal: বাগানের এই তারকা ফুটবলারের দিকে নজর ইস্টবেঙ্গলের, কে এই ফুটবলার?

আসন্ন আইএসএল মরশুমে নিজেদের মেলে ধরতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ব্রিগেড। সেইমতো অতি সক্রিতার মাধ্যমে চলছে দল গঠনের কাজ। ক্লাব ম্যানেজমেন্টের নজরে এবার মোহনবাগান…

ATK Mohun Bagan Sumit Rathi

আসন্ন আইএসএল মরশুমে নিজেদের মেলে ধরতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ব্রিগেড। সেইমতো অতি সক্রিতার মাধ্যমে চলছে দল গঠনের কাজ। ক্লাব ম্যানেজমেন্টের নজরে এবার মোহনবাগান দলের এই আইএসএল জয়ী তারকার দিকে। তিনি সুমিত রাঠি। ভারতীয় ফুটবল দলের এক নতুন প্রতিভা।

প্রাক্তন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস থেকে শুরু করে বর্তমানের হুয়ান ফেরেন্দো, সকলের কাছেই অত্যন্ত প্রিয় ছাত্র এই সুমিত। কিন্তু শোনা যাচ্ছে, আসন্ন ফুটবল মরশুমের কথা ভেবে এবার নাকি পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন এই তারকা।

একটা সময় ইন্ডিয়ান অ্যারোজের হয়ে আইলিগ খেলতে এসে সকলের নজরে পড়েন বছর একুশের সুমিত। সেখান থেকে পরবর্তীতে এটিকে দলের রিজার্ভে আনা হয় তাকে। কিন্তু বেশিদিন অপেক্ষা করতে হয়নি, নিজের দ্বিতীয় সিজেনেই এটিকের সিনিয়র দলে ডাক পান সুমিত রাঠি। সেবার মোট ১৪ টি ম্যাচে তাকে খেলিয়ে ছিলেন হাবাস।

এমনকি সেই বছর ইর্মাজিং প্লেয়ারের খেতাব ও উঠেছিল উত্তরপ্রদেশের এই প্রতিভার হাতে। পরবর্তীতে এটিকের সঙ্গে মোহনবাগান দলের মার্জারের পর পাঁচ বছরের চুক্তিতে সুমিত কে রাখে ম্যানেজমেন্ট। প্রথম দিকে হাবাস জামানায় দলে নিয়মিত সুযোগ পেলেও হুয়ান ফেরেন্দোর হাতে দায়িত্ব আসার পর আর সেভাবে তাকে মাঠে নামানো হয়নি। গত মরশুমে একটি ম্যাচে মাঠে নামতে দেখা যায়নি এই তারকা ফুটবলার কে।

এই পরিস্থিতিতে আগামী মরশুমের কথা ভেবে সুমিত কে লোনে লাল-হলুদে পাঠাতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তাছাড়া এই তারকা ফুটবলারের দিকে গত কয়েকবছর ধরেই নজর ছিল লাল-হলুদের। কিন্তু সেই সময় তাকে নেওয়া সম্ভব না হলেও রক্ষনভাগের এই ফুটবলার কে দলে টানতে এবার ও আগ্ৰহ প্রকাশ করেছে ইস্টবেঙ্গল। তাই সমস্ত কিছু ঠিকঠাক এগোলে আগামী মরশুমে মশাল ব্রিগেডের জার্সিতে মাঠে দেখা যেতে পারে আইএসএল জয়ী এই তরুণ ফুটবলার কে।