বিষ্ফোরণ নিয়ে বিষ্ফোরক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

রাজ্যে একের পর এক বিস্ফোরণের ঘটনায় সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। তার মধ্যে রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান…

রাজ্যে একের পর এক বিস্ফোরণের ঘটনায় সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে।

তার মধ্যে রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য অস্বস্তি বাড়াল রাজ্য সরকারের। পুলিশকে আরও বেশি করে সতর্ক হওয়ার, আরও বেশি খবর রাখার পরামর্শ দিচ্ছেন তিনি।

গতকাল বনগাঁর বিস্ফোরণে কিশোরের মৃত্যুর পর শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘কোনও মৃত্যুই চাই না। আর এখানে তো বাচ্চা ছেলে মারা গিয়েছে। আমি মনে করি পুলিশ আরও অনেক বেশি সতর্ক হোক। এগুলি কোথায় পাওয়া যাচ্ছে, কোথায় তৈরি হচ্ছে, এগুলি বিস্ফোরণের আগেই যাতে গ্রেফতার করা যায়।’

শোভনদেব চট্টোপাধ্যায়ের এমন মন্তব্যকে অবশ্য পরিকল্পিত বিবৃতি হিসেবেই ব্যাখ্যা করছেন বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ‘তৃণমূলের মধ্যে কেউ কেউ বিবেক হয়ে উঠতে চান। শোভনদেব চট্টোপাধ্যায় পুরো বিষয়টি পুলিশের কাঁধে চাপাতে চাইছেন। পুলিশ বলে রাজ্যে কিছু নেই। আগে চোর-ডাকাতরা পুলিশকে দেখলে পালিয়ে যেত। এখন তাদের দেখলে পুলিশ টেবিলের তলায় ঢুকে পড়ছে।’

উল্লেখ্য, তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল বলেন, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ময়ূরেশ্বরে বিজেপি যুব মোর্চার নেতার বাড়ি থেকে একের পর এক বোমা উদ্ধার হয়েছে। বসিরহাটে এক মণ্ডল সভাপতির গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।’