আরব সাগর থেকে ধেয়ে আসছে ‘বিপর্যয়’, আগামী ২৪ ঘণ্টায় ভয়ঙ্কর পরিস্থিতি

কবে এই ভ্যাপসা গরম থেকে মুক্তি? বৃষ্টি কবে? সকলের মনে একই প্রশ্ন। আলিপুর আবহাওয়া দফতর কোনও আশার খবর শোনাতে পারেনি। বাংলায় বর্ষা নিয়ে উদ্বেগ বাড়িয়ে…

কবে এই ভ্যাপসা গরম থেকে মুক্তি? বৃষ্টি কবে? সকলের মনে একই প্রশ্ন। আলিপুর আবহাওয়া দফতর কোনও আশার খবর শোনাতে পারেনি। বাংলায় বর্ষা নিয়ে উদ্বেগ বাড়িয়ে আরব সাগরে ঘূর্ণিঝড় “বিপর্যয়”-এর ইঙ্গিত।

সোমবারই নিম্নচাপ সৃষ্টি হয়েছিল আরব সাগরে। মঙ্গলে সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে নাম ‘বিপর্যয়’।

‘বিপর্যয়’ নামটি বাংলাদেশের দেওয়া। কোথায় ল্যান্ডফল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আরব সাগরেই বন্দি থাকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে বাংলায় বর্ষার পৌঁছতে দেরি হওয়ার আশঙ্কা।

অন্তত ১০ জুন পর্যন্ত রাজ্যের ১৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, ৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।

কলকাতা-সহ সব জেলাতেই ভ্যাপসা গরম আর ঘর্মাক্ত পরিবেশ। উপকূলবর্তী এলাকা থেকে উত্তর-দক্ষিণ দিনাজপুর পর্যন্ত একই পরিস্থিতি বজায় থাকবে।