vp suhair: প্রায় ৭৫ লক্ষ টাকা ট্রান্সফার ফি দিয়ে গোলমেশিন আনছে ইস্টবেঙ্গল

রীতিমতো দড়ি টানাটানি খেলা। ভিপি সুহের (vp suhair) কোন দলে যাবেন সে ব্যাপারে আলোচনা চলেছে দীর্ঘ দিন। দড়ি টানাটানি খেলার শেষে কোন পক্ষ বাজিমাত করেছে…

vp suhair

রীতিমতো দড়ি টানাটানি খেলা। ভিপি সুহের (vp suhair) কোন দলে যাবেন সে ব্যাপারে আলোচনা চলেছে দীর্ঘ দিন। দড়ি টানাটানি খেলার শেষে কোন পক্ষ বাজিমাত করেছে সেটা এখন অনেকেই জানেন। যদিও এখনও একটু কাজ বাকি রয়েছে।

ভিপি সুহেরের ইস্টবেঙ্গলে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা। ভারী ট্রান্সফার ফি’র বিনিময়ে তাঁকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল। মেডিক্যাল টেস্ট এখনও বাকি রয়েছে বলে জানা গিয়েছে। পরীক্ষা সফল হওয়ার পর ছবিটা আরও পরিস্কার হবে। শোনা যাচ্ছে, সুহেরকে দলে নেওয়ার জন্য মোটা অংকের ট্রান্সফার ফির শর্তে রাজি হয়েছে লাল হলুদ। তা-ও আনুমানিক ৭৫ লক্ষ টাকার ট্রান্সফার ফি!

‘ভিপি সুহেরকে দলে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা করেছে কেরালা ব্লাস্টার্স। কেরালার ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে সহজে দলকে ছাড়তে নারাজ নর্থ ইস্ট ইউনাইটেড। বেশ কিছু শর্ত রাখা হয়েছে তাঁর দল বদলের ক্ষেত্রে। তাই কেরালা চেষ্টা করেও পিছু হটেছে সম্প্রতি। কিন্তু নাছোড়বান্দা ইস্টবেঙ্গল। কেরালার মতো লাল হলুদও ভিপিকে দলে নেওয়ার ব্যাপারে জোরালো দাবিদার। আপাতত ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে বলে খবর।

সূহের কলকাতায় আগে খেলেছেন। ইস্টবেঙ্গল, মোহনবাগান দুই ক্লাবে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। কলকাতা ফুটবলের আমেজ, বড় দলের জার্সি পরে খেলার চাপ, সমর্থকদের আবেগের সঙ্গে তিনি পরিচিত। ফরোয়ার্ডের পাশাপাশি উইঙ্গার হিসেবেও তিনি খেলতে পারেন। সবথেকে বড় কথা তাঁর দৌড়। খেটে খেলতে পারেন ভিপি সুহের।