ইডি হাজিরায় রাহুল, যন্তরমন্তরে ধর্না শেষে রাষ্ট্রপতি সাক্ষাতে কংগ্রেস

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার, চতুর্থ দিন ইডি দফতরে হাজিরা দিলেন রাহুল গান্ধী। গত সপ্তাহে এই মামলায় ৩ দিন ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন কংগ্রেস সাংসদ। শুক্রবারেই…

Rahul Gandhi

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার, চতুর্থ দিন ইডি দফতরে হাজিরা দিলেন রাহুল গান্ধী। গত সপ্তাহে এই মামলায় ৩ দিন ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন কংগ্রেস সাংসদ। শুক্রবারেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু সোনিয়া গান্ধীর অসুস্থতার জন্য ইডির তরফ থেকে সময় চেয়ে নিয়েছিলেন রাহুল। এদিনেও যখন ইডির দফতরে ন্যাশনাল হেরাল্ড মামলায় একাধিক প্রশ্নের মুখোমুখি হচ্ছেন রাহুল, তখন দিল্লির রাজপথে আন্দোলনে ঝাঁঝ বাড়াতে চায় কংগ্রেস।

অভিযোগ, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড নামের একটি কোম্পানি ন্যাশনাল হেরাল্ড পত্রিকা শুরু করে৷ যা কংগ্রেস ঘরানার বলে পরিচিত। ২০১০ সালে দ্য ইয়ং ইন্ডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি শুরু হয়। যার ডিরেক্টর ছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর কাছে এই কোম্পানির ৩৮ শতাংশ শেয়ার ছিল। তাঁর মা সোনিয়া গান্ধীর ৩৮ শতাংশ শেয়ার ছিল। বাকি ২৪ শতাংশ শেয়ার ছিল কংগ্রেস নেতা মোতিলাল ভোরা, অস্কার ফার্নান্ডেজ, সাংবাদিক সুমন দুবে এবং কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার কাছে।
বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ, ইয়ং ইন্ডিয়া লিমিটেডেত অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড অধিগ্রহণে জালিয়াতি হয়েছে। এতে জড়িত ছিলেন কয়েকজন কংগ্রেস নেতা। এই অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালতের দ্বারস্থ হন তিনি। সেই মামলায় সাত বছর আগেই ক্লিনচিট দিয়ে মামলা বন্ধের সুপারিশ দিয়েছিল ইডি। সংস্থার তৎকালীন যুগ্ম-অধিকর্তা অর্থ মন্ত্রককে জানিয়েছিলেন, কংগ্রেসের দুই শীর্ষনেতার বিরুদ্ধে সব অভিযোগই ভিত্তিহীন। কিন্তু তার পরেও একাধিক কংগ্রেস নেতাদের এই মামলায় তলব করা হয়। এখন ইডির নজরে রাহুল এবং সোনিয়া।
এই ঘটনার প্রতিবাদে আগে থেকেই সরব হয়েছিল কংগ্রেস। এবার আন্দোলনের ধাঁচে কিছুটা বদল এনে সোমবারেও যন্তরমন্তরে ধর্নায় বসতে চায় কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথের বিরুদ্ধে গিয়ে এবং যুব সমাজের সমর্থনে সুর চড়াতে চায় দেশের সবচেয়ে পুরাতন দল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ গতকাল জানিয়েছেন, মোদি সরকারের প্রতিহিংসামূলক রাজনীতি এবং কেন্দ্র সরকার ঘোষিত অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে আজ আন্দোলনে শামিল হবে লক্ষাধিক কংগ্রেস কর্মী।
অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাত করবেন কংগ্রেসের প্রতিনিধি দল। এবিষয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। এমনটাই জানিয়েছেন কংগ্রেস নেতা অজয় মাখেন।
অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে সোমবার সকাল থেকে বনধের ব্যাপক প্রভাব পড়েছে রাজধানী দিল্লিতে। বিপুল যানজট সমস্যার পড়তে হচ্ছে আম জনতাকে। বাতিল করা হয়েছে ৮০ টি ট্রেনের সময়সূচী। যে কোনও বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনীও।