SSC Scam: পাঁচিল টপকে পালাতে গিয়ে ধরা পড়লেন TMC বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

সিবিআই অভিযানের সময় বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (TMC MLA Jiban Krishna Saha) আচমকা তার বাড়ির পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন। তবে সজাগ ছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী

TMC MLA Jiban Krishna Saha detained in connection with SSC scam

সিবিআই অভিযানের সময় বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (TMC MLA Jiban Krishna Saha) আচমকা তার বাড়ির পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন। তবে সজাগ ছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। বিধায়ককে ধরে ফেলে রক্ষীরা। জানা যাচ্ছে বিধায়কের বাড়ি থেকে নিয়োগ দুর্নীতির বিস্তর নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই। এই ঘটনায় মুর্শিদাবাদের বড়ঞায় চাঞ্চল্য।

এক সপ্তাহ আগে দুয়ারে সরকার কর্মসূচিতে প্রকাশ্যে বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে চোর বলে কটাক্ষ করেন এর ব্যক্তি। বড়ঞা ব্লকের কুরুন্নরুন গ্রাম পঞ্চায়েতের মধ্যেই এই ঘটনা ঘটেছিল।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

TMC leaders Jiban Krishna Saha and Anubrata Mondal in a political rally

সিবিআই সূত্রে খবর, শুক্রবার যে অভিযান চলেছে তাতে বিধায়কের বাড়ি থেকে সে সব নথির মধ্যে রয়েছে বেশ কয়েকজন চাকরি প্রার্থীর নাম। সেই নামের পাশে লেখা রয়েছে কিছু টাকার অঙ্ক।

বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কেন্দ্র বাহিনীর ঘেরাটোপে আছেন বলে জানা যাচ্ছে। এসএসসি, প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু নথি এসেছে তদন্তকারীদের হাতে। বিধায়কের বাড়ি ও তাঁর শ্বশুরবাড়িতে চলে তল্লাশি। বিধায়ক্র বাড়ি থেকেই প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।