Malda: তৃণমূলের পঞ্চায়েত থেকে নথি পাচারের অভিযোগ

তৃ়ণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত থেকে নথি পাচার করা হচ্ছিল। এই ঘটনায় উত্তপ্ত (Malda) মালদার মালতিপুরে ভাষা পঞ্চায়েত।

বন্ধ ছিল পঞ্চায়েত অফিস। এক ব্যক্তি নীরবে অফিসের ভিতর থেকে ভ্যানের উপর একটার পর একটা বস্তা জমা করছিলেন। এতেই সন্দেহ হয় এলাকাবাসীর। ওই ব্যক্তিকে সবাই ঘিরে ধরে জানতে চান কেন বস্তা সরানো হচ্ছে। কোনও জবাব দিতে না পারায় সন্দেহ বাড়ে। অভিযোগ, তৃ়ণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত থেকে নথি পাচার করা হচ্ছিল। এই ঘটনায় উত্তপ্ত (Malda) মালদার মালতিপুরে ভাষা পঞ্চায়েত।

উত্তেজিত এলাকাবাসী ঘিরে রাখেন পঞ্চায়েত অফিস। স্থানীয় তৃণমূল নেতাদের সাথে বচসা শুরু হয়। অভিযোগ টিএমসি নেতারা এলাকাবাসী ও সাংবাদিকদের হুমকি দেয়।

   

এলাকাবাসীর অভিযোগ, আবাস যোজনা দুর্নীতির তদন্তের ভয়ে পঞ্চায়েত অফিস থেকে নথি পাচার করা হচ্ছিল। এত নথি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল উঠছে প্রশ্ন। পঞ্চায়েত নথি পাচারের অভিযোগে মালদা সরগরম। শাসক দল অভিযোগ অস্বীকার করেছে।

জেলায় জেলায় পঞ্চায়েতে বিপুল দুর্নীতি সামনে আসছে। একশ দিনের কাজ, আবাস যোজনা দুর্নীতির জেরে প্রতিদিনই জনরোষের মুখে পড়ছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানরা। গ্রাম বাংলা জুড়ে বিক্ষোভের বন্যা চলছে।

শাসক দলের সাথে দুর্নীতিতে সরকারি কর্মীদের জড়িত থাকার অভিযোগে একের পর এক বিডিও দফতর ঘেরাও করা হচ্ছে। গণপিটুনি খাচ্ছে তৃণমূল নেতারা