TMC: টিকিট না পেয়ে দলকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন মন্ত্রী সুব্রত সাহার ছেলে!

ভোটের টিকিট না পেয়ে বিক্ষুব্ধ তৃণমূলের (TMC) একটা অংশ। এই দলে রয়েছেন সুব্রত সাহার ছেলে সপ্তর্ষি সাহা। এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে মুর্শিদাবাদ থেকে।  রাজ্যের…

ভোটের টিকিট না পেয়ে বিক্ষুব্ধ তৃণমূলের (TMC) একটা অংশ। এই দলে রয়েছেন সুব্রত সাহার ছেলে সপ্তর্ষি সাহা। এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে মুর্শিদাবাদ থেকে। 

রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালনে স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী সুব্রত সাহা। তাঁর ছেলে সপ্তর্ষি সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ শোনা যাচ্ছে। তিনি নাকি হাত মিলিয়েছেন কংগ্রেসের সঙ্গে। গোপনে। নির্বাচনে তৃণমূলকে বেকায়দায় ফেলার ছক কষছেন সাহা বাড়ির ছেলে! 

   

একটি ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে সপ্তর্ষির সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ কংগ্রেসের শিলাদিত্য হালদার। শিলাদিত্য এক সময় প্রদেশের কংগ্রেসের বড় দায়িত্বে সামলেছেন। বর্তমানে বহরমপুর মহকুমায় সভাপতি। এবং মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। সেই শিলাদিত্যর সঙ্গে দেখা যাচ্ছে সুব্রত সাহার ছেলেকে। 

প্রার্থী তালিকা প্রকাশের পর ঘাস ফুল শিবিরের অন্দরের অশান্তি বেশি দিন চাপা থাকেনি। প্রকাশ্যেই উঠে এসেছে দ্বন্দ্ব। ড্যামেজ কন্ট্রোল করার জন্য বার্তা দিতে হয়েছে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তাতে যে খুব একটা কাজ হয়নি সপ্তর্ষি প্রসঙ্গে এই অভিযোগ তার প্রমাণ।