Calcutta Football League: লিগে কাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে মহামেডান?

এই মাসের ২৫ তারিখ থেকেই শুরু হতে চলেছে এবারের কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। সেকথা মাথায় রেখে অনেক আগে থেকেই ঘর গোছানো শুরু করেছিল…

Chennai City FC celebrates after scoring a goal against Mohammedan SC in a pre-Super Cup friendly match.

এই মাসের ২৫ তারিখ থেকেই শুরু হতে চলেছে এবারের কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। সেকথা মাথায় রেখে অনেক আগে থেকেই ঘর গোছানো শুরু করেছিল এরিয়ান, কাস্টমস, ভবানীপুর সহ অন্যান্য ক্লাব গুলি। তবে এবার সবাই কে টেক্কা দিয়েছিল সৃঞ্জয় বসুর ভবানীপুর। আগত ফুটবল মরশুমের কথা মাথায় রেখে মোহন-ইস্ট কাঁপানো একাধিক ফুটবলারদের কে দল টেনেছে গতবারের রানার্স আপরা। তবে সেখানেই শেষ নয়, কলকাতা ময়দান কাঁপানো আরও একাধিক ফুটবলারদের এবার সই করিয়েছে এই ক্লাব।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এমনকি দলের কোচ রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজ থেকে জোরকদমে অনুশীলন শুরু করেছে ভবানীপুর। তবে খুব একটা পিছিয়ে নেই কলকাতার তিন প্রধান। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান। একটা সময় শহরের প্রধানদের অংশগ্রহণ করা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে পরবর্তীতে মোহনবাগান সচিব দেবাশীষ দত্তের তরফে জানিয়ে দেওয়া হয় যে কলকাতা লিগের জন্য ইয়ুথ ডেভলপমেন্ট লিগের ছেলেদের মাঠে নামাবেন তারা। পরবর্তীতে সেই একই ভাবনা উঠে আসে দুই প্রধানের তরফে। তবে এক্ষেত্রে অদলবদল করা হতে পারে দলের বেশকিছু খেলোয়াড়কে। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামার আগে সপ্তাহখানেক দল নিয়ে অনুশীলন করার পরিকল্পনা রয়েছে তিন প্রধানের।

যতদূর জানা গিয়েছে, এবারের এই প্রিমিয়ার ডিভিশন লিগে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং ক্লাব। সেইসাথে তাদের গ্রুপে থাকা মোহনবাগান দল তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাঠচক্রের বিরুদ্ধে। অন্যদিকে যতদূর জানা যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দলের মুখোমুখি হয়ে লিগের যাত্রা শুরু করবে বিনো জর্জের ইস্টবেঙ্গল।