Bidesh Basu: ডিফেন্স শক্ত না করলে বিপদ বাড়বে মোহনবাগানের-বিদেশ

ডুরান্ডের পর এফসি কাপ থেকেও ছিটকে গিয়েছে মোহনবাগান। প্রিয় দলের ছিটকে যাওয়ার পর রীতিমতো হতাশা বাগান সমর্থকদের মধ্যে। প্রাক্তন ফুটবলার বিদেশ বসু (Bidesh Basu) মনে…

ডুরান্ডের পর এফসি কাপ থেকেও ছিটকে গিয়েছে মোহনবাগান। প্রিয় দলের ছিটকে যাওয়ার পর রীতিমতো হতাশা বাগান সমর্থকদের মধ্যে। প্রাক্তন ফুটবলার বিদেশ বসু (Bidesh Basu) মনে করছেন মোহনবাগান যদি রক্ষণ ঠিক না করে তাহলে আইএসএল ছাড়াও কলকাতা লিগেও সমস্যার মুখে পড়বে তারা।

মোহনবাগানের খেলা কেমন দেখছেন এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘ডিফেন্সের অবস্থা খুবই খারাপ। কলকাতা লিগেও সমস্যায় পড়তে পারে এই ডিফেন্স নিয়ে। আইএসএলে আরও অনেক কঠিন লড়াই।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ওখানে তো সমস্যা হবেই। ডিফেন্স শক্ত না করলে বিপদ রয়েছে মোহনবাগানের।ডিফেন্স যদি শক্ত থাকে তাহলে গোল খাবে না। অন্তত এক পয়েন্ট আসবে, ফুটবলারদের মনোবল বাড়বে, এফসি কাপে যেভাবে শুভাশিস ফাউল করল বা তৃতীয় গোলটা খেল তা দেখে আমি রীতিমতো অবাক। কোচকে বোঝাতে হবে এরকম ফাউল করলে বা কোন কভার না থাকলে দলের কিছু হবে না। রক্ষণের চারজন ফুটবলার ছিল, তারা কেউই ভালো ফুটবল খেলতে পারছে না এই বিষয়টা নিয়ে মনে হয় ভাবা উচিত টিম ম্যানেজমেন্টের।’

সঙ্গে তিনি বলেন, ‘৮৪ সালে মিলোভন এসেছিলেন । সেই সঙ্গে প্রদীপ দাও বোঝাতেন আমরা ম্যাচে কী ভুল ভ্রান্তি করেছি? কোচের কাজ হচ্ছে ভুলগুলো ধরিয়ে দেওয়া ।সেটা করা উচিত ফেরান্দোর।

টিম ম্যানেজমেন্ট রয়েছে। অনেক সাপোর্ট স্টাফ রয়েছে। আশা করি ভুল ভ্রান্তিগুলো নিয়ে আলোচনা করবেন। পরবর্তীকালে মোহনবাগান আরও ভালো ফুটবল খেলবে আশাবাদী।’