Stephen Constantine: বারবার কোচ পরিবর্তন নিয়ে ‘বিস্ফোরক’ ইস্টবেঙ্গলের হেডস্যার

কয়েক মরশুম ধরে ইস্টবেঙ্গলের (East Bengal) মাথার ওপর বিপদ নামছে ক্রমাগত। লাগাতার ম্যাচ হারায় এখন প্রশ্ন উঠেছে কোচকে নিয়ে৷ এবার তা নিয়ে মুখ খুললেন কোচ স্টিফেন কনস্টান্টাইন (Stephen Constantine)৷

East Bengal coach Stephen Constantine

কয়েক মরশুম ধরে ইস্টবেঙ্গলের (East Bengal) মাথার ওপর বিপদ নামছে ক্রমাগত। লাগাতার ম্যাচ হারায় এখন প্রশ্ন উঠেছে কোচকে নিয়ে৷ এবার তা নিয়ে মুখ খুললেন কোচ স্টিফেন কনস্টান্টাইন (Stephen Constantine)৷ তাঁর কথায়, বারবার কোচ বদলালে জেতা সম্ভব নয়৷

তাঁর কথায়, আমার চুক্তি শেষ হবে মে মাসে। যদি ক্লাব কর্তারা আমার পারফরম্যান্সে খুশি না হন, তা হলে কোনও সমস্যা নেই। অন্য কোথাও চলে যাব। এই মুহূর্তে আমার কাছে দুটো দেশের জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব এসেছে। তবে বারবার কোচ বদলালে বেশি ম্যাচ জেতা সম্ভব নয়।

ভারতীয় দলের প্রাক্তন কোচের কথায়, ইস্টবেঙ্গল গত চার বছরে দশ জন কোচ এনেছে। তার পরে সেরা ছয়ে থাকতে চায় তারা! এমন কয়েকজন খেলোয়াড়কে আমরা হাতছাড়া করেছি, যারা আমাদের দলে আসতে আগ্রহী ছিল। তার কারণ, আমি তাদের বলতে পারিনি যে, পরের মরশুমে আমি নিশ্চিত ভাবে এই ক্লাবের দায়িত্বে থাকব কি না। ধারাবাহিকতা চাইলে কোচকে সময় দিতে হবে। বারবার কোচ বদল করা মানে ফুটবলার, স্টাফ, ছক, কৌশল সবই বদলানো। একজন কোচকে দু-তিন বছর সময় দেওয়ার পরে সিদ্ধান্ত নাও সে কেমন কোচ। ডেস বাকিংহামও গতবার একেবারে আনকোরা দল নিয়ে শুরু করেছিল। এ বছর তারই ফল পাচ্ছে।

তিনি আরও বলেন, আমার কাজ হল এই ক্লাবটাকে আগের জায়গায় নিয়ে যাওয়া, যেখানে তারা বেশ কয়েক বছর আগে ছিল। আমি যেটা করি, তার সঙ্গে নিজেকে পুরোপুরি জড়িয়ে ফেলি। এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ইস্টবেঙ্গলকে সেরা ছয়ে নিয়ে যাওয়া এবং সেটা আমি করেও দেখাব। এ রকম কঠিন সময়ে ক্লাবের কর্তারা, দলের স্টাফ ও খেলোয়াড়দের সাহায্য না পেলে খুব সমস্যা হয়। কিন্তু এই মুহূর্তে সবাই আমার পাশে আছে। তাই আমি কাউকে ভয় পাই না৷