Ranji Trophy: প্রথম দিনে মুখ থুবড়ে মন্ত্রী বললেন অ্যাপ্লিকেশনে ভুল

রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে টসে হার৷ এটাই সবচেয়ে খারাপ খবর ছিল মনোজদের জন্য। সেটাই হল ইডেনের ঘাসপিচ তাঁদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াল৷

Manoj Tiwary

রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে টসে হার৷ এটাই সবচেয়ে খারাপ খবর ছিল মনোজদের জন্য। সেটাই হল ইডেনের ঘাসপিচ তাঁদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াল৷ প্রথম দিনের প্রথম সেশনেই স্কোরবোর্ডে বাংলার ফলাফল বলে দিচ্ছিল ম্যাচের ফলাফল। মরশুম জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা দলকে নিয়েই অধিনায়ক বললেন অ্যাপ্লিকেশনে ভুল ছিল।

আরও পড়ুন: Ranji Trophy: রং দে রঞ্জি, বাংলার হাতে কাপ চাইছে প্রথম ফাইনালের ‘নায়ক’রা

এদিন অধিনায়ক মনোজ তিওয়ারি বলেন, প্রথম ওভারে উইকেট, পরের ওভারে ২ উইকেট। ১০-১৫ রান ওঠার পরই আমিও আউট হয়ে গেলাম। এই মরসুমে সবচেয়ে খারাপ শুরু আমাদের। অনেক সময় ব্য়াটিং দেখে মনে হয়, পিচ আনপ্লেয়েবল। আমাদের অ্যাপ্লিকেশনে ভুল ছিল। প্রথম ২ ওভারে তিন উইকেটের পর বাংলার ব্যাটিং অবস্থা ছিল কঙ্কালসার। শেষের সহবাজদের নৌকায় ভর করে ১৭৪ রান সংগ্রহ করে বাংলা৷ জবাবে ২ উইকেটে ৮১ রান সংগ্রহ করে সৌরাষ্ট্র৷

আরও পড়ুন: দুরন্ত পৃথ্বী, রঞ্জিতে গড়লেন একাধিক নজির, জেনে নিন ব্যাটারের কৃতিত্ব

এদিন বোলিংয়েও ধরাশায়ী হয়ে পড়ে বাংলা। এবিষয়ে অধিনায়ক মনোজের বক্তব্য, মরসুমের অনেক ম্যাচেই আমরা কামব্যাক করেছি। তাই এখানেও সম্ভাবনা দেখাওতে পাচ্ছেন। ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের ৮টি উইকেট নেওয়ার মতো ডেলিভারি চাই। অনেক সময় ২০ ওভারেও ৮ উইকেট পড়তে পারে, আবার অনেক সময় ৫ ওভারেও। কাল প্রথম সেশন খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ATK Mohun Bagan: বাগানে স্বস্তি জাগিয়ে ফিরলেন এই তারকা ফুটবলার

একইসঙ্গে ভুল স্বীকার করে মনোজের বক্তব্য, প্রথম ইনিংসে ব্যাটিং যেমন ভালো হয়নি। আবার বোলাররাও ভালো শুরু দিতে পারেনি। প্রচুর খারাপ ডেলিভারি হয়েছে। তবে ভুললে চলবে না, ওরা এই মরসুমে খুবই ভালো পারফরম্যান্স আমরা দিয়েছি। শুক্রবার প্রথম সেশনে রান না দিয়ে উইকেট নেওয়া লক্ষ্য। আগামীকাল ইডেনের ঘাসপিচ বাংলার জন্য সহায় হবে? উঠছে প্রশ্ন৷