Calcutta Football League: প্রিমিয়ার ডিভিশনে কাদের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল? দেখে নিন

আগামী ২৫ থেকে শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) মধ্য দিয়ে শুরু হতে চলেছে ফুটবল মরশুম। তবে গতবারের তুলনায় অনেকটাই বদলে গিয়েছে টুর্নামেন্টের নিয়ম নীতি।

United Sports vs East Bengal FC Match

আগামী ২৫ থেকে শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) মধ্য দিয়ে শুরু হতে চলেছে ফুটবল মরশুম। তবে গতবারের তুলনায় অনেকটাই বদলে গিয়েছে টুর্নামেন্টের নিয়ম নীতি। আসন্ন ফুটবল লিগের প্রিমিয়ার এ ও বি কে একত্রিত করে আয়োজিত হতে চলেছে এই লিগ।

সেইসাথে এই টুর্নামেন্টে বিদেশি ফুটবলারদের খেলার ক্ষেত্রে ও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। যারফলে, দেশীয় ফুটবলার দিকে নজর রেখেই দল সাজাচ্ছে প্রত্যেকটি ক্লাব। একটা সময় কলকাতা দুই প্রধানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠলে ও পরবর্তীকালে তা পরিষ্কার হয়ে যায়। জানিয়ে দেওয়া হয় সবুজ-মেরুনের পাশাপাশি রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের ফুটবলারদের নিয়েই এই টুর্নামেন্ট খেলতে মাঠে নামবে ইস্টবেঙ্গল।

সেইমতো আজ প্রকাশিত হয় টুর্নামেন্টের সময়সূচী। এক্ষেত্রে মূলত দুটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। যারমধ্যে বি গ্রুপে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। সেইসাথে এই গ্রুপে স্থান পেয়েছে তাদের প্রতিবেশী এরিয়ান ক্লাব, রেনবো এফসি, ভবানীপুর, কলকাতা কাস্টমস, জর্জ টেলিগ্রাফ, পুলিশ এফসি ও ইস্টার্ন রেলের মতো ক্লাব। তাই অনেকের মতেই আসন্ন এই টুর্নামেন্টে মোহনবাগানের তুলনায় অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড।

তবে তাদের গ্রুপে থাকা ভবানীপুর ও এরিয়ানের মতো ক্লাব এবার শুরু থেকেই দিয়ে এসেছে চমক। কলকাতা লিগের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই ঘর গোছানো শুরু করে দিয়েছিল এরিয়ান ও কলকাতা কাস্টমসের মতো ক্লাব। তাছাড়া ভবানীপুর ও খুব একটা পিছিয়ে নেই। গতবারের রানার্স আপ দল এবার সই করিয়েছে ময়দানের একাধিক চেনা মুখ কে। যাদের মধ্যে রঢ়েছেন লাল-হলুদের প্রাক্তন তারকা ফুটবলার জবি জাস্টিন, সবুজ-মেরুনের প্রাক্তন তারকা শুভ ঘোষ। এছাড়াও দুই প্রধানে খেলে যাওয়া শঙ্কর রায় ও এসেছেন এই দলে। যারফলে, এবারের টুর্নামেন্টে লাল-হলুদ দল কে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে ভবানীপুর তা বলাই চলে।