টাকা দিলেই শিক্ষকতার চাকরি, অভিযুক্ত TMC বিধায়ক রুকবানুর রহমান

নদিয়া থেকে পরপর আর্থিক প্রতারণায় অভিযুক্ত বিধায়কদের নাম বের হতে শুরু করেছে। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল আরও চাপড়ার তৃণমূল কংগ্রেসের (TMC) বিধায়ক…

নদিয়া থেকে পরপর আর্থিক প্রতারণায় অভিযুক্ত বিধায়কদের নাম বের হতে শুরু করেছে। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল আরও চাপড়ার তৃণমূল কংগ্রেসের (TMC) বিধায়ক রুকবানুর রহমানের। অভিযোগ চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বিধায়ক।

অভিযোগ বিধায়ক রুকবানুরের ছায়াসঙ্গী শুকদেব ব্রহ্মর বিরুদ্ধে। তিনিই সব লেনদেন করতেন বলে অভিযোগ।

একে প্রবল অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। পরপর দুই বিধায়কের নাম আর্থিক প্রতারণায় জড়ানোর পর নেতারা মুখে কুলুপ এঁটেছেন।

এর আগে নদিয়ার তেহট্টের বিধায়কের বিরুদ্ধে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে তিনি প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করেছেন। একাধিক অভিযোগের ভিত্তিতেই তলব করা হয়েছে বিধায়ককে।

পড়ুন: টাকা দিলেই চাকরি হবে, ভাগ্নেকেও ছাড় নেই ! তেহট্টের TMC বিধায়ক মহা ফাঁপরে

কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে দফায় দফায় জেরা করা হয়েছে। মন্ত্রী কন্যার বেআইনি চাকরি ধরা পড়েছে।