Parrot smuggling: মেলে বেশি টাকা, রমরমিয়ে টিয়াপাচার উত্তরবঙ্গে

উত্তরবঙ্গ জুড়ে বেড়েই চলেছে টিয়াপাচার (Parrot smuggling)। বিগত এক মাসে গোটা উত্তরবঙ্গে টিয়া উদ্ধার হয়েছে রেকর্ড সংখ্যায়। যারা টিয়া পাচারের সঙ্গে জড়িত তারা বেশিরভাগই বাইরের…

উত্তরবঙ্গ জুড়ে বেড়েই চলেছে টিয়াপাচার (Parrot smuggling)। বিগত এক মাসে গোটা উত্তরবঙ্গে টিয়া উদ্ধার হয়েছে রেকর্ড সংখ্যায়। যারা টিয়া পাচারের সঙ্গে জড়িত তারা বেশিরভাগই বাইরের লোক।পাচারকারীরা(Smugglers) টিয়াপাখি গুলিকে নেপাল এবং ভূটান বর্ডারের মধ্যে দিয়ে বাইরে পাচার করেন বলে খবর মিলেছে।

সবথেকে বেশি সংখ্যায় টিয়া ধরা পড়েছে ভূটান বর্ডার ও ফুলবাড়ি এলাকায়। গত এক মাস আগে এনজেপিতে ধরা পড়েছিল প্রায় ৩০০ টি টিয়া পাখি। পাখিদের মধ্যে টিয়া পাখির পাচার অত্যন্ত সহজ যার ফলে এই পাখি পাচারের সংখ্যাটাও বেশি। তাই উত্তরবঙ্গের চোরা পাচারকারীরা টিয়া ধরেই পাচারের উদ্যোগ নেয়।  

   

চোরা কারবারিরা কলকাতা কিংবা তার আশেপাশে পাচার না করে বাইরে পাচার করে টিয়াপাখি। বন দফতরের আধিকারিকরা বেশ কিছু জন পাচারকারীদের পাকড়াও করেছে। কলকাতার বাইরে টিয়া পাচার করলে ভালো দাম পাওয়া যায় বলে জানিয়েছে পাচারকারীরা। টিয়াপাখির দাম অন্যান্য পাখিদের চেয়ে ‌বেশ ভালো থাকে বলেও জানিয়েছে ধরা পড়ে যাওয়া চোরাকারবারীদের মধ্যে একজন। তাই এবার থেকে পাচারকারীদের ধরতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বন দফতর।ত বে টিয়া পাখি ছাড়াও অন্যান্য পাখিও যাতে পাচার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখছে তারা।