Nadia: রাহুল সিনহার গাড়িতে হামলায় অভিযুক্ত সিপিআইএম

রাজনৈতিক হামলা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি নদীয়ার (Nadia) চাকদায়। বাম সমর্থকদের বিরুদ্ধে বিজেপি নেতা রাহুল সিনহার গাড়িতে হামলার অভিযোগ। করুণাময়ীতে টেট চাকরি প্রার্থীদের অনশন ও আন্দোলন…

CPM-BJP

রাজনৈতিক হামলা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি নদীয়ার (Nadia) চাকদায়। বাম সমর্থকদের বিরুদ্ধে বিজেপি নেতা রাহুল সিনহার গাড়িতে হামলার অভিযোগ।

করুণাময়ীতে টেট চাকরি প্রার্থীদের অনশন ও আন্দোলন মঞ্চ থেকে জোর করে তুলে দেওয়ার অভিযোগে শনিবার চাকদহে বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছিলেন সিপিআরএমের যুব সংগঠনের কর্মীরা৷ সেই সময় ওই জায়গা দিয়েই যাচ্ছিল বিজেপি নেতা রাহুল সিনহা। অভিযোগ সেই সময় গাড়িতে হামলা হয়। এই হামলায় অভিযুক্ত উঠেছে বাম যুব কর্মীদের বিরুদ্ধে। তবে বাম সমর্থকরা অভিযোগ অস্বীকার করেছেন।

শনিবার চাকদহের চৌরাস্তা মোড়ে বিক্ষোভ দেখাচ্ছিল ডিওয়াইএফআই কর্মীরা। সেখান থেকে অদূরে চলছিল বিজেপির বিজয়া সম্মীলনী। অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, সাংসদ জগন্নাথ সরকার, রাহুল সিনহা সহ অন্যান্য নেতৃত্ব। অভিযোগ, বিক্ষোভ এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বিজেপির কনভয়। কিন্তু পথ আটকে দাঁড়ায় বাম ছাত্র যুবরা।

অভিযোগ, সেই সময় স্থানীয় বেশ কয়েকজন বিজেপি নেতারা আবেদন জানান বিক্ষোভ সরানোর জন্য৷ যা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তা হাতিহাতি পর্যায়ে চলে যায়। পরিস্থিতি রণক্ষেত্র আকার নেয়৷

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু সময় ধরে দুই পক্ষের মধ্যে চলে সংঘর্ষ৷ কিছু সময় পরে উপস্থিত হয় চাকদহ থানার পুলিশ৷ পরিস্থিতি সামাল দেয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশি হামলার প্রতিবাদে সল্টলেকে বিক্ষোভ কর্মসূচি চালানো হয় বাম ছাত্র-যুবদের তরফে৷ শনিবার শহর কলকাতায় বিরাট সমাবেশের আয়োজন করা হয়। একই ইস্যুতে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি জারি রেখেছে বাম ছাত্র-যুবরা।