মমতা দেখলেন মেদিনীপুরে সুশান্ত ঘোষের বিরাট জনসভা

২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছিল৷ পালাবদলের হাওয়া লেগেছিল জঙ্গলমহল (Jangalmahal) সহ মেদিনীপুরে৷ ক্ষমতার আসনে বসেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে…

CPIM Sushanta Ghosh

২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছিল৷ পালাবদলের হাওয়া লেগেছিল জঙ্গলমহল (Jangalmahal) সহ মেদিনীপুরে৷ ক্ষমতার আসনে বসেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে অভিযুক্ত সিপিআইনেতা (CPIM নেতা সুশান্ত ঘোষের(Susanta Ghosh) জেল হেফাজত হয়৷ তাঁর অনুপস্থিতিতে জেলায় বেড়েছিল তৃণমূলের দাপট৷ টানা নয় বছর পর আইনি জটিলতা কাটিয়ে সুশান্ত ঘোষ পশ্চিম মেদিনীপুরে ফিরে ফের সংগঠন গড়তে নেমেছেন। বুধবারের বিরাট জনসভা তারই একটি। তাৎপর্যপূর্ণ, মমতা যখন মেদিনীপুরে তখন সেখানেই সুশান্ত সেই জনসভায় ভাষণ দিলেন।

সময় বদলেছে। পশ্চিম মেদিনীপুরের পথ ঘাট সবটাই মুখস্থ৷ সংগঠনের হাল ধরেছেন সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক সুশান্ত ঘোষ। বুধবার যখন মেদিনীপুরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন সবং বিরাট জমায়েত করে চমক দিলেন সুশান্ত ঘোষ৷ বললেন বাম-ই বিকল্প।

সিপিআইএমের কৃষক সভার এই সভায় সাধারণ মানুষের স্থানীয় সমস্যার কথা তুলে ধরেন সুশান্ত ঘোষ। তৃণমূল আমলে জমির পাট্টা দান, জমি চাষ করার জন্য সাধারণ ঋণের সুযোগ নিয়ে কাটমানির অভিযোগ তুলেছেন তিনি। দীর্ঘদিন ধরে কেলেঘাই নদীর তীরে বসবাসকারী মানুষের সমস্যার কথা তুলে ধরেন তিনি৷

গত এক বছরে পশ্চিম মেদিনীপুরে হাওয়া বদলের ইঙ্গিত আগেই মিলেছিল। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের দূর্গ ভেদ করে ধীরে ধীরে সংগঠনকে চাঙ্গা করছেন সুশান্ত ঘোষ। রাজ্য দফতর ছেড়ে নিয়ম করে জেলা দফতরে থেকেই সংগঠনকে মজবুত করতে উদ্যোগী হয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের হাওয়া বদল করতে মরিয়া সিপিআইএমের ‘জঙ্গলমহলের বাঘ’ সুশান্ত ঘোষ।