Birbhum: ১০০ কোটির বেশি সম্পত্তি সায়গলের, দেউচা পাঁচামিতে বিপুল জমি অনুব্রতর দেহরক্ষীর

গোরুপাচার মামলায় তদন্তে নেমে তৃণমূল কংগ্রেসের বীরভূম (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যেমন সিবিআই নজরে। তেমনই তার দেহরক্ষী সায়গল হোসেনের বিপুল সম্পত্তি নিয়েও সন্দেহ সিবিআইয়ের।…

Anubrata body guard saigal

গোরুপাচার মামলায় তদন্তে নেমে তৃণমূল কংগ্রেসের বীরভূম (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যেমন সিবিআই নজরে। তেমনই তার দেহরক্ষী সায়গল হোসেনের বিপুল সম্পত্তি নিয়েও সন্দেহ সিবিআইয়ের। তদন্তে উঠে এসেছে বিতর্কিত দেউচা পাঁচামি খনি এলাকায় সায়গলের সম্পত্তি।

আপাতত সিবিআই কব্জায় সায়গল। জেরায় উঠে এসেছে দেউচা পাঁচামিতে ক্র‍্যাশার মেশিন ও ডাম্পার রয়েছে সায়গলের নামে৷ রাজ্য পুলিশের একজন কর্মীর বেতন বাদে এত বিপুল সম্পত্তি কীভাবে হল খতিয়ে দেখছে সিবিআই।

সায়গল হোসেনের সম্পত্তি দেখে চক্ষু চড়কগাছ সিবিআইয়ের। কলকাতা, লেকটাউন, বোলপুর এলাকায় ৬ টির বেশি ফ্ল্যাট রয়েছে তার নামে। শিক্ষিকা পদে চাকরি করা স্ত্রীর আছে বিপুল সম্পত্তি। একাধিক গাড়ি রয়েছে সায়গলের৷ বীরভূমে পেট্রোল পাম্প রয়েছে তার নামে। রয়েছে তাল তাল সোনা। এছাড়াও রয়েছে ৫০ টি জমির ডিড। সব মিলিয়ে সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি।

আদালতের কাছে শুক্রবার এমনই দাবি করেছেন সিবিআইয়ের আইনজীবী। তাই এদিন সায়গলের জামিনের আবেদন খারিজ হয়ে যায়৷ বরং আরও সাত দিনের হেফাজতে নেওয়া হয়েছে তাকে।

সায়গলের আইনজীবী বলেন, গত সাতদিনে এমন কোনও তথ্য মক্কেলের কাছ থেকে বের হয়নি যাতে আগামী দিনে তাকে হেফাজতে নিতে হবে। তাই জামিনের আবেদন করেন তিনি৷ পরে তা খারিজ হয়ে যায়৷ আরও সাত দিন হেফাজতের নির্দেশ দেয় সিবিআই।

গত ৯ জুন গোরু পাচার মামলায় সায়গাল হোসেনকে গ্রেফতার করে সিবিআই৷ বেআইনি সম্পত্তি সম্পর্কিত জিজ্ঞাসাবাদের সময় সায়গলের মন্তব্যে অসঙ্গতি মিলতেই গ্রেফতার করা হয়। সূত্রের খবর, সায়গলের এই বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ সিবিআই পেতেই চাপ বেড়েছে বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের৷ তাঁর হিসেব বহির্ভুত সম্পত্তিতে তদন্ত করতে নেমে একাধিক অসঙ্গতি পেয়েছে সিবিআই৷ সায়গলের সূত্র ধরেই অনুব্রত অবধি পৌঁছানোর চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷