নন্দীগ্রাম ভুলছে মমতাকে, সমবায় ভোটেও গোহারা তৃণমূল

বিধানসভা ভোটের পর ফের নন্দীগ্রামে বিজেপির জয়। ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রবিবাসরীয় সকাল। ওঠে বহিরাগত আওয়াজও। যদিও ভেকুটিয়া সমবায়…

বিধানসভা ভোটের পর ফের নন্দীগ্রামে বিজেপির জয়। ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রবিবাসরীয় সকাল। ওঠে বহিরাগত আওয়াজও। যদিও ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি BJP-র দখলেই রইল। ফলে লোকসভা ও পঞ্চায়ের ভোটের আগে এই জয় বঙ্গ বিজেপিকে যথেষ্ট যে অক্সিজেন জোগাবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

জানা গিয়েছে, ১২টি আসনের মধ্যে ১১টিতে জিতেছে বিজেপি। তৃণমূলের ঝুলিতে মাত্র ১টি আসন। উল্লেখ্য, ছুটির দিনে ১২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২টির মধ্যে ১১টি যায় গেরুয়া শিবিরের দখলে। এদিকে ১টি আসন পায় তৃণমূল। এদিন সকাল ১০টা থেকে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া। আর এই নির্বাচনকে ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে সংঘর্ষে লিপ্ত হয় তৃণমূল-বিজেপি।