ইডি, সিবিআই কালীঘাট অবধি যাবে: মিল্টন রশিদ

গোরু পাচার কান্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল৷ সিবিআইয়ের হেফাজতে নেওয়া সময়ের অপেক্ষা৷ এরই মধ্যে বীরভূম তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে আক্রমণ শানালেন বীরভূমের হাঁসন কেন্দ্রের…

গোরু পাচার কান্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল৷ সিবিআইয়ের হেফাজতে নেওয়া সময়ের অপেক্ষা৷ এরই মধ্যে বীরভূম তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে আক্রমণ শানালেন বীরভূমের হাঁসন কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস বিধায়ক ও নেতা মিল্টন রশিদ৷ দীর্ঘ সময় অনুব্রত মণ্ডলের সাথে কংগ্রেসে ছিলেন মিল্টন রশিদ।পরে অনুব্রত তৃণমূলে যোগ দেন।

প্রাক্তন বিধায়কের বার্তা, বহুদিন থেকে আমরা বীরভূম জেলায় দেখে আসছিলাম কয়লা পাচার, বালি পাচার, গোরু পাচার, পাথর পাচার। আমরা বিরোধী দল বিধানসভায় বলে বলে কিছু করতে পারিনি৷ তারপর সিবিআইয়ের সঙ্গে এখানকার জেলা সভাপতির খেলা সবটাই দেখলাম৷ সিবিআইকে ধন্যবাদ জানাই তারা গুড় বাতাসা, পাঁচনের বাড়ি, বোমা মারব এই সব কথাকে গুরুত্ব না দিয়ে শেষমেশ অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে।

কংগ্রেস নেতা মিল্টন রশিদ বলেছেন, এখনও বলছি বীরভূম জেলা সহ পশ্চিমবঙ্গের মানুষকে, এটাই শেষ নয়৷ এরপরে বুথ অবধি সিবিআই, ইডি যাবে আশা করি৷ কালীঘাট অবধি সিবিআই, ইডি যাবে এটাও আশা করি৷ যেটা ভাবছি তৃণমূল দলটাই ছোলাকে ছোলা, আন্ডাকে ঘোলা হয়ে গেছে। তৃণমূল দলটাই চোর। একটা অংশ বাদ দিয়ে।

বীরভূমের কংগ্রেস সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, আশা করি তৃণমূল কর্মী সমর্থকরা বুঝতে পেরেছেন। যে সমস্ত কংগ্রেস কর্মীরা আতঙ্কে সরে গিয়েছিলেন, বিজেপিতে চলে গিয়েছিলেন। সকলকে ফিরে আসার অনুরোধ জানান তিনি৷