East Bengal-কে পরিণত হতে সময় দিতে হবে, বলছেন প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার ত্রিজিত দাস

ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথম ম্যাচ দেখে লাল হলুদ সমর্থকরা কিছুটা খুশি। যদিও দলের জয় চাইছেন তারা। তবে দলের…

trijit das

ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথম ম্যাচ দেখে লাল হলুদ সমর্থকরা কিছুটা খুশি। যদিও দলের জয় চাইছেন তারা। তবে দলের জয় নিয়ে সমর্থকরা যতই উদ্বিগ্ন হন না কেন প্রাক্তন ফুটবলার ত্রিজিত দাস মনে করছেন এই ইস্টবেঙ্গলকে পরিণত হতে সময় দিতে হবে।

এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার বলেন। ‘ এই ইস্টবেঙ্গলকে পরিণত হতে সময় দিতে হবে। এক্ষুনি রেজাল্ট চাইলে হবে না। আমি জানি ইস্টবেঙ্গলের রেজাল্ট সবাই চায়।সমর্থকরা সব সময় দলের জয়, প্রত্যাশা করে। তবুও পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সময় দিতেই হবে। হারা জেতা ফুটবলের অঙ্গ। মোহনবাগান প্রথম ম্যাচে হেরেছে, সেখানে ইস্টবেঙ্গল নুতন দল নিয়েও কিন্তু ড্র করেছে।ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে ভালো ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। আমার মতে দ্বিতীয়ারদের যেখান থেকে শেষ করেছিল তারা সেখান থেকেই আবার শুরু করতে হবে ইস্টবেঙ্গলকে। তাহলেই দিন দিন ভালো ফুটবল খেলতে পারবে লাল-হলুদ।’

   

দ্বিতীয় ম্যাচে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে লাল-হলুদ শিবির। এই প্রসঙ্গে ত্রিজিত বলেন, ‘রাজস্থান এখন আত্মবিশ্বাসে ভরপুর দল। আমার মতে ম্যাচটা উপভোগ্য হবে। তবে ইস্টবেঙ্গল রাজস্থানকে হারাতে পারবে না এটা মনে করি না, ওরা হারাতেও পারে। দলে যারা খেলছে তাদের জেতার তাগিদ দেখাতে হবে। আবার পুরনো স্মৃতি যাতে ফিরে আসে তার জন্য ইস্টবেঙ্গল ফুটবলারদের মাঠে নিজেদের উজাড় করে দিতে হবে। সেই সঙ্গে ট্রফির খরা কাটানোর চেষ্টাও করতে হবে। আশা করি ইস্টবেঙ্গল ভালো খেলবে।’