ATK Mohun Bagan: শক্তিশালী প্রথম একাদশ নিয়ে জামশেদপুরের মুখোমুখি হবে মোহনবাগান

এখনও ঘরের মাঠে জামশেদপুর এফসির (Jamshedpur FC) কাছে হারের রেশ কাটেনি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)

ATK Mohun Bagan

এখনও ঘরের মাঠে জামশেদপুর এফসির (Jamshedpur FC) কাছে হারের রেশ কাটেনি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। তার মাঝে আগামী ৯ ই ফেব্রুয়ারি জামশেদপুর এফসির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে নামতে চলেছে সবুজ মেরুন শিবির।এই ম‍্যাচ থেকে জয় তুলে নেওয়া এটিকে মোহনবাগান এবং দলের কোচ জুয়ান ফেরান্দোর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ

।কারণ এই ম‍্যাচেও যদি হেরে যায় এটিকে মোহনবাগান,তাহলে কিন্তু পরবর্তীতে সময় সবুজ মেরুনের কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়বে জুয়ান ফেরান্দোর।তাই এই ম‍্যাচের থেকে জয় তুলে নেওয়া ছাড়া আর কিছুই ভাবছেন না সবুজ মেরুন কোচ।

ম‍্যাচে খেলতে নামার আগে এটিকে মোহনবাগানের অন‍্যতম স্বস্তির বিষয় হলো,কার্ড সমস্যা কাটিয়ে এই ম‍্যাচে ফের এটিকে মোহনবাগানের প্রথম একাদশে ঢুকবেন হুগো বুমোস।এই ম‍্যাচেও ৪-২-৩-১ ফর্মেশনে দল নামাবে এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।

গোলকিপার পজিশনে থাকবেন বিশাল কাইথ।চারজন ডিফেন্স পজিশনে দেখা যাবে শুভাশীষ,হামিল,প্রীতম এবং আশীষকে।এই চারজন ডিফেন্ডার মরশুমের প্রথম থেকেই ভীষন নির্ভরতা যোগাচ্ছে এটিকে মোহনবাগানের ডিফেন্সকে।মনবীর এব কিমান দুই উইং সামলাবে খুবই উপকার পাবে সবুজ মেরুন।কিন্তু কোচের বক্তব্য অনুযায়ী পুরো ম‍্যাচ খেলার জন্যে ফিট নন কিয়ান,তাই লিস্টন এবং মনবীর কেই এই দায়িত্ব সামলাতে দেখা যাবে।অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবেন হুগো বুমোস, এবং স্ট্রাইকার পজিশনে থাকবেন দিমিত্রি পেত্রাতোস।