Shubman Gill: কেরিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি গড়ার সঙ্গে সচিনের রেকর্ড ভাঙলেন শুভমান

গত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে এসেছিল সুযোগ। কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় সেটা আর সম্ভব হয়নি। ৯৮* রানে অপরাজিত হয়ে মাঠ ছেড়েছিলেন শুভমান গিল…

Shubman Gill

গত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে এসেছিল সুযোগ। কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় সেটা আর সম্ভব হয়নি। ৯৮* রানে অপরাজিত হয়ে মাঠ ছেড়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। তবে এবার গিলকে খালি হাতে ফেরালোনা জিম্বাবোয়ে।

হারারে’তে সোমবার সিরিজের শেষ অর্থাৎ তৃতীয় ওয়ানডে ম্যাচে কেরিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি’টা করে ফেললেন শুভমান গিল।তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ১৫ টা চার এবং ১ টি ছক্কার সহযোগে ৯৭ বলে ১৩০ রানের বিধ্বংসী ইনিংস খেললো ভারতের এই যুব তারকা।

গিলের খেলা এমন ঝোড়ো ইনিংসের মধ্যে দিয়ে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৮৯ রান তোলে ভারত।এদিন এই ইনিংস খেলার মধ্যে দিয়ে সচিন তেন্ডুলকরের গড়া ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন গিল।এর আগে ভারতীয় ব‌্যাটার হিসেবে জিম্বাবোয়ের মাটিতে সর্বোচ্চ রান গড়া রেকর্ড দখলে ছিলো সচিনে।বুলাওয়ে’তে ১৯৯৮ সালে অপ‍রাজিত ১২৭* রানের ইনিংস খেলেছিলেন সচিন।এদিন শুভমান গিল ” ক্রিকেট ইশ্বর ” সেই রেকর্ড ভেঙে দিলেন।

HIGHEST SCORE BY INDIANS IN ZIMBABWE :
Shubman Gill – 130 in 97 balls in 2022 in Harare
Sachin Tendulkar 127 not out in 130 balls in 1998 in Bulawayo
Ambati Rayudu 124 not out in 133 balls in 2015 in Harare
Yuvraj Singh 120 in 124 balls in 2005 in Harare
Shikhar Dhawan 116 in 127 balls in 2013 in Harare
Virat Kohli 115 in 108 balls in 2013 in Harare