একসঙ্গে চারজনকে সই করিয়ে চমক দিল Mohun Bagan

একসঙ্গে চারজনকে সই করাল মোহনবাগান (Mohun Bagan)। সই পর্বের ছবি দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে। সবুজ মেরুন ব্রিগেড দলে নিয়েছে অনুষ্টুপ মজুমদার সহ মোট চারজনকে। শুক্রবার…

ATK Mohun Bagan

একসঙ্গে চারজনকে সই করাল মোহনবাগান (Mohun Bagan)। সই পর্বের ছবি দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে। সবুজ মেরুন ব্রিগেড দলে নিয়েছে অনুষ্টুপ মজুমদার সহ মোট চারজনকে।

শুক্রবার সন্ধ্যায় মোহনবাগানের পক্ষ থেকে এই সই সংবাদ দেওয়া হয়েছে। দলে যোগ দিলেন অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, কাজী জুনাইদ ও শুভম সরকার। ২০২২-২৩ মরসুমের ক্রিকেট টিমের জন্য উক্ত খেলোয়াড়দের দলে নিল মোহনবাগান।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ফুটবলের দল বদলের বাজার এবং নতুন মরসুমের আবহে কার্যত ঢাকা পড়ে গিয়েছিল ঘরোয়া ক্রিকেট কেন্দ্রিক চর্চা। অনুষ্টুপদের সই করানোর মধ্যে দিয়ে আসন্ন ক্রিকেট মরসুমের পালে দোল দিল মোহনবাগান। যদিও মোহনবাগান সমর্থকরা এখন ফুটবল দল নিয়েই বেশি ভাবিত।

চলতি ডুরান্ড কাপে প্রত্যাশিত ফর্মে দেখা যায়নি এটিকে মোহন বাগানকে। ধারাবািকভাবে খেলতে না পারলেও ডার্বি জিতেছে বাগান। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিতেছে দল। শহরে ইতিমধ্যে চলে এসেছেন স্কোয়াডের নতুন বিদেশি দিমিত্রি পেত্রাতভ।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের ক্রীড়া সূচি। তারও আগে এটিকে মোহন বাগানের ভাবনায় রয়েছে এএফসি কাপ। কুয়ালামপুর সিটির বিরুদ্ধে ইন্টার জোনাল ম্যাচ খেলবে বাগান। এএফসি কাপের কথা মাথায় রেখে ভালো সাজিয়েছে এটিকে মোহন বাগান টিম ম্যানেজমেন্ট। ভালো ফলের আশা করছেন সমর্থকরা। ক্রিকেট মাঠেও সাফল্য এলে মোহন ভক্তরা স্বভাবতই খুশি হবেন।