দল বদলের বাজারে চমক দিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। নতুন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কার্লোস হেনরি ফ্রাঙ্কা (Carlos Henrique Franca)-কে সই করিয়ে নিয়েছে সাদা কালো ব্রিগেড। লোকমিটিভ সোফিয়ার হয়ে ৬৫ ম্যাচ খেলা এই ফুটবলারের পায়ের কাজ চোখে পড়ার মতো।
‘মহিলাদের সুরক্ষা দিতে পারিনি…’, ডার্বি বাতিল প্রসঙ্গে ‘ক্যাপ্টেন্স নক’ শুভাশিসের
প্রথমাবারের জন্য ইন্ডিয়ান সুপার লিগ খেলতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। মোহনবাগান, ইস্টবেঙ্গল আগেই আইএসএল-এ যোগ দিয়েছে। এবারে মহামেডানও খেলতে চলেছে। স্বাভাবিকভাবেই প্রিয় ক্লাবের দল গঠন নিয়ে এবার বাড়তি উৎসাহ রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের মধ্যে।
এবারের দল বদলের বাজারে একাধিক নামী ফুটবলারের সই সংবাদ ইতিমধ্যে পাওয়া গিয়েছে। তুলনায় ট্রান্সফার মার্কেটে অনেকটাই নিশ্চুপ মনে হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবকে। কার্লোস হেনরিকে সই করিয়ে চমক দিয়েছে কলকাতার অন্যতম প্রধান এই ক্লাব।
মলিনার এই প্ল্যানেই ধরাশায়ী হতে পারে AFC প্রতিপক্ষ
Watch out world! 🤩
Our squad just got a taste of Brazil 🇧🇷😎
Carlos Franca is ready to bring the heat and the Samba beat to the #BlackAndWhiteArmy!
Welcome, Carlos Henrique Franca💪#JaanJaanMohammedan 💪🏼 #IndianFootball ⚽ pic.twitter.com/OgKPMggYpK
— Mohammedan SC (@MohammedanSC) August 18, 2024
কে এই কার্লোস হেনরি ফ্রাঙ্কা?
কার্লোস ব্রাজিলের ফুটবলার, বয়স ২৯। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার খেলেন মূলত ফরোয়ার্ড পজিশনে। ক্লাব কেরিয়ারে কাধিক ক্লাবের হয়ে খেলেছেন। ব্রাজিলের একাধিক ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। সান্তা ক্রুজের মতো নামকরা ক্লাবে হয়ে খেলেছেন একাধিক ম্যাচ। মহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দেওয়ার আগে খেলেছিলেন বুলগেরিয়ার লোকোমিটিভ সোফিয়ার হয়ে। ৬৫ ম্যাচে ১০ গোল করেছিলেন। ফ্রি কিক থেকে গোল রয়েছে কার্লোসের। একাধিক ফুটবলারকে ড্রিবল করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। নিজে যেমন গোল করতে পারেন, তেমনই আক্রমণভাগে খেলা তৈরি করার ক্ষেত্রে অবদান রাখতে পারেন কার্লোস হেনরি।