লুঙ্গি এনগিদির ঝাঁঝে পুড়ে ছাই ভারতের প্রথম ইনিংস

Sports desk: সেঞ্চুরিয়নে ‘বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার তরুণ ডানহাতি পেস বোলার লুঙ্গি এনগিদির বিষাক্ত ডেলিভারির ছোবলে ভারত প্রথম ইনিংসে ১০ উইকেটে ৩২৭ রানে গুটিয়ে…

Lungi Engidi

Sports desk: সেঞ্চুরিয়নে ‘বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার তরুণ ডানহাতি পেস বোলার লুঙ্গি এনগিদির বিষাক্ত ডেলিভারির ছোবলে ভারত প্রথম ইনিংসে ১০ উইকেটে ৩২৭ রানে গুটিয়ে গেল। এনগিদি শিকার করলেন ৬ উইকেট টিম ইন্ডিয়ার বিরুদ্ধে।

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের কাছে চ্যালেঞ্জিং প্রোটিয়া বোলিং লাইন আপ। সুপারস্পোর্টস পার্কে টসে জিতে ভারত ব্যাটিং করতে নামে, যা এই পিচের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত। উইকেটে ঘাস রয়েছে আবার ভেজা অর্থাৎ স্পঞ্জিও রয়েছে। পিচে ঘাস থাকায় বাড়তি বাউন্স পাওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকেই ভারতের ব্যাটিং’র সিদ্ধান্ত।

টেস্টের প্রথম দিন লুঙ্গি এনগিদিএ শিকার তিন উইকেট, দ্বিতীয় দিন খেলা বৃষ্টি বিঘ্নিত হওয়ার জন্য ভেস্তে যায় এবং তৃতীয় দিন রোদের ঝিলিকে লুঙ্গি এনগিদির চওড়া হাসি আরও তিন উইকেট প্রাপ্তিতে ফুটে ওঠে, মোট ৬ উইকেট ৭১ রানে ডানহাতি পেসার এনগিদির, ৫ মেডেন, ২৪ ওভার হাত ঘুরিয়ে। মায়াঙ্ক অগ্রবাল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে,ঋষভ পহ্ন,মহম্মদ সামি মোট ৬ উইকেট প্রথম ইনিংসে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে লুঙ্গি এনগিদির।

সঙ্গে বল হাতে যোগ্য সঙ্গ দেয় আর এক তরুণ ডানহাতি পেসার কাগিসো রাবাদা,এনগিদিকে। রাবাদা ৭২ রান দিয়ে তিন উইকেট নিয়েছে, ৫ টা মেডেন ওভারে ২৬ ওভার বল করে। তৃতীয় দিনে রাবাদার শিকার ‘মিস্টার সেঞ্চুরিয়ন’ কেএল রাহুল ১২৩ রান করে প্যাভিলিয়ন ফিরে আসে এবং রবিচন্দ্রন অশ্বিন(৪) ও শার্দূল ঠাকুর (৪) রানে।তৃতীয় প্রোটিয়া বোলার মার্কো জ্যানসেন এক উইকেট জসপ্রীত বুমরাহের (১৪) রান।
লুঙ্গি এনগিদির ধসে, ভারত ৩২৭ রানে প্রথম ইনিংস শেষ করলেও এবার বুমেরাং হতে পারে এই স্কোরবোর্ডে রানের গতিপ্রকৃতি। কেননা অনভিজ্ঞ প্রোটিয়া ব্যাটিং লাইন আপ এবার সামি,বুমরাহ এবং সিরাজের মুখোমুখি। এমন বোলিং লাইন আপের মারণ কামড়ের মুখে পড়তে পারার সম্ভাবনা আশঙ্কা রয়েছে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ প্রসঙ্গে কিংবদন্তী প্রাক্তন প্রোটিয়া পেস বোলার অ্যালান ডোনাল্ডও ইতিমধ্যেই স্বীকার করে বলেছেন, “এই লড়াই দেখতে তিনি মুখিয়ে”।
এই প্রতিবেদন লেখার সময়ে দক্ষিণ আফ্রিকা জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে লাঞ্চ ব্রেকের আগে ২১ রানে ১ উইকেট। ওপেনার ডিন এলগার মাত্র ১ রানে জসপ্রীত বুমরাহের শিকার। ক্রিজে এইডেন মার্করাম ৯ এবং কিগান পিটারসেন ১১ রানে অপরাজিত।

প্রাক্তন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার মাখায়া এনতিনিও অনভিজ্ঞ প্রোটিয়া ব্যাটিং লাইন আপ নিয়ে নিজের চিন্তা প্রকাশ করতে গিয়ে বলেছেন, ভারতীয় বোলিং লাইন আপ কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবে।

অভিজ্ঞ প্রাক্তন প্রোটিয়া জোরে বোলারদের এমন সম্ভাবনার ইঙ্গিত এবং সুপারস্পোর্টস পার্কের ঘাসে ঢাকা পিচ থেকে ভারতীয় বোলারেরা কতটা বেনিফিট (উইকেট) তুলতে পারে এখন সেটাই দেখার। কারণ সময় যত গড়াবে এই পিচ তত শক্ত হবে এবং বাড়তি বাউন্স ছলকে ছলকে উঠতে পারে যদি বোলাররা বোলিং ডেলিভারির শেষ মুহুর্তে টপ থেকে ঘাড়, কাঁধ এবং কোমড়কে একই পয়েন্টে এনে ফুল লেহ্ন ডেলিভারি বিপক্ষের বিরুদ্ধে শানাতে পারে, তাহলেই অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকা ব্যাটিং লাইন আপে ত্রাহিত্রাহি রব উঠতে পারে।

তাই প্রথম টেস্ট ম্যাচ এখন ‘ওপেন’ দুই দলের কাছে, ম্যাচের গতিপ্রকৃতি পেন্ডুলামের মতো দুলতে পারে যদি বল ব্যাটের ভারসাম্যের লড়াই বাইশ গজে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার মানসিকতা ঝলসে ওঠে,তাহলেই!